এক্সপ্লোর
Advertisement
মুম্বইয়ে বচসার জেরে জোম্যাটোর ডেলিভারি বয়কে খুনের অভিযোগ, গ্রেফতার ফল বিক্রেতা
অভিযুক্ত সচিন দীনেশ সিংহ (২০) ও তাঁর সঙ্গী জিতেন্দ্র হরিরাম রায়করকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
মুম্বই: সামান্য বচসার জেরে ফুড ডেলিভারি অ্যাপ জোম্যাটোর এক ডেলিভারি বয়কে খুনের অভিযোগ উঠল এক ফল বিক্রেতার বিরুদ্ধে। ঘটনাস্থল মুম্বইয়ের শহরতলি পওয়াই অঞ্চল। অভিযুক্ত সচিন দীনেশ সিংহ (২০) ও তাঁর সঙ্গী জিতেন্দ্র হরিরাম রায়করকে (৩২) গ্রেফতার করেছে পুলিশ।
ডেপুটি কমিশনার অফ পুলিশ (জোন-১০) অঙ্কিত গয়াল জানিয়েছেন, ‘মঙ্গলবার রাত সাড়ে বারোটা নাগাদ পওয়াই অঞ্চলে একটি হোটেলের বাইরে ফল বিক্রির জন্য ব্যবহৃত ঠেলাগাড়ি রাখা নিয়ে সচিন ও দীনেশের সঙ্গে ঝগড়া বাঁধে অমল ভাস্কর সুরতকরের (৩০)। সেই সময়ই সচিন অমলকে ছুরি মারেন বলে অভিযোগ। অমলের হৃদযন্ত্র পাকস্থলিতে আঘাত লাগে। তাঁকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসকরা জানান, হাসপাতালে আনার আগেই তাঁর মৃত্যু হয়।’
পুলিশ সূত্রে আরও খবর, এই ঘটনার পরেই উত্তরপ্রদেশে নিজের বাড়িতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল সচিন। তবে সে ট্রেনে ওঠার আগেই কুরলা স্টেশন থেকে ধরা পড়ে যায়। পরে তার সঙ্গীকেও গ্রেফতার করা হয়।
অপরাধ (Crime) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
পুজো পরব
খবর
জেলার
জেলার
Advertisement