Aliah University: ২২ ঘণ্টা পরেও অধরা আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়ির চালক, প্রতিবাদে পড়ুয়ারা
গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনেই বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্নাতকের পড়ুয়া সাকির আহমেদের। মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা ওই ছাত্রের পরীক্ষা শেষ হওয়ায়, গতকাল বাড়ি যাচ্ছিলেন।
আবির দত্ত, নিউটাউন: ১৮ ঘণ্টা পার। নিউটাউনে আলিয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র মৃত্যুর ঘটনায় ঘাতক গাড়ির চালককে এখনও চিহ্নিতই করে উঠতে পারেনি পুলিশ। অভিযুক্ত গ্রেফতার না হওয়ায় ফের পথে নামলেন বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। ক্যাম্পাসের সামনে থেকে নিউটাউনের নারকেলবাগান পর্যন্ত মিছিল করবেন তাঁরা। গতকাল বিশ্ববিদ্যালয়ের সামনেই বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হয় স্নাতকের পড়ুয়া সাকির আহমেদের। মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা ওই ছাত্রের পরীক্ষা শেষ হওয়ায়, গতকাল বাড়ি যাচ্ছিলেন।
নিউ ইয়ারে নিউটাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পডুয়া। প্রতিবাদে বিশ্ববিদ্য়ালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সহপাঠীরা।এলাকার সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে টেকনোসিটি থানা।
নিউ ইয়ারে নিউটাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় প্রাণ হারালেন আলিয়া বিশ্ববিদ্যালয়ের পডুয়া। প্রতিবাদে বিশ্ববিদ্য়ালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সহপাঠীরা।এলাকার সিসি ক্য়ামেরার ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে টেকনোসিটি থানা।
বর্ষবরণের রাত থেকে বর্ষশুরু। কলকাতায় ফের বেপরোয়া গাড়ির দৌরাত্ম্য। ১৭ ঘণ্টার মধ্যে একের পর এক দুর্ঘটনার সাক্ষী থাকল মহানগর। নিউ টাউনে বেপরোয়া গাড়ির ধাক্কায় মৃত্যু হল আলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ার। বছরের শুরুতে যখন হই হুল্লোড়ে ব্য়স্ত তিলোত্তমা। সেই সময় খালি হয়ে গেল আরও এক মায়ের কোল। প্রতিবাদে উত্তাল নিউটাউনের আলিয়া বিশ্ববিদ্যালয় লাগোয়া এলাকা। মৃত পড়ুয়া শাকিল আহমেদ, মুর্শিদাবাদের ইসলামপুরের বাসিন্দা।
তিনি আলিয়া বিশ্ববিদ্যালয়ের ভূগোলের ছাত্র। পুলিশ জানতে পারে, পরীক্ষা শেষ হয়ে যাওয়ায় এদিন বাড়ি যাচ্ছিলেন। তখনই একটি বেপরোয়া গাড়ি তাঁকে ধাক্কা মেরে পালায়। রক্তাক্ত অবস্থায় সার্ভিস রোডে ছিটকে পড়েন ওই ছাত্র। আশঙ্কাজনক অবস্থায় বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। ঘটনার পরই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন মৃতের সহপাঠীরা।
ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভকারীদের বোঝানোর চেষ্টা করেন রাজারহাট-নিউটাউনের তৃণমূল বিধায়ক তাপস চট্টোপাধ্য়ায়। টেকনোসিটি থানা সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ঘাতক গাড়ির খোঁজ চালাচ্ছে পুলিশ
উল্লেখ্য, বছরের দ্বিতীয় দিনেও ফের বেপরোয়া গতির শিকার হলেন পথচারীরা। ডেবরায় মাংসের দোকানে ঢুকে পড়ল গাড়ি। মৃত্যু হয়েছে ২ জনের। গুরুতরভাবে আহত হয়েছেন ৫ জন। অন্যদিকে হাওড়ার ডুমুরজলায় গাড়ি চালানো শিখতে গিয়ে পরপর পথচারী, মোটরবাইকে ধাক্কা মারলেন চালক।