Abhishek Banerjee : দিলীপ গড়ে আজ অভিষেকের 'জনগর্জন', পাল্টা কী বার্তা বিজেপি সাংসদের?
Abhishek Banerjee At Midnapore : শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় তৃতীয় জনগর্জন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করে শাসক-বিরোধী তরজায় সরগরম হয়ে উঠেছে মেদিনীপুর।
অমিত জানা, পশ্চিম মেদিনীপুর : সব রাজনৈতিক দলের জন্যই মেদিনীপুরের ( Midnapore ) মাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৯ সালে মেদিনীপুর সদর থেকে লোকসভা ভোটে ( Loksabha Elections 2024 ) জিতে সাংসদ হন দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। মেদিনীপুর মানেই বিপ্লবের মাটি। মেদিনীপুর মানেই বঙ্গ-রাজনীতির ভরকেন্দ্র। মেদিনীপুর লোকসভা কেন্দ্র মানে ৭টি বিধানসভা কেন্দ্রের মানুষের রায়। পশ্চিম মেদিনীপুরের কেশিয়াড়ি, দাঁতন, নারায়ণগড়, মেদিনীপুর, খড়গপুর সদর, খড়গপুর গ্রামীণ ও পূর্ব মেদিনীপুরের এগরা নিয়ে এই লোকসভআ কেন্দ্র। বিরাট এলাকা। এই লোকসভা কেন্দ্রে ২০১৯ এ সাংসদ হন বিজেপির দিলীপ ঘোষ। এবার সেখানে তৃণমূলের প্রার্থী জুন মালিয়া। শনিবার পশ্চিম মেদিনীপুরের বেলদায় তৃতীয় জনগর্জন সভা করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরই মধ্যে উন্নয়নের খতিয়ানকে হাতিয়ার করে শাসক-বিরোধী তরজায় সরগরম হয়ে উঠেছে মেদিনীপুর।
ব্রিগেডের জনগর্জন সভার পর, তাঁর দ্বিতীয় সভাটি ছিল জলপাইগুড়িতে। শনিবার দুপুরে বেলদার স্টেডিয়াম মাঠে মেদিনীপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী জুন মালিয়ার সমর্থনে প্রচার করবেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee ) ঘটনাচক্রে, প্রায় একই সময়ে লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করবে জাতীয় নির্বাচন কমিশন। মেদিনীপুর পুরসভায় গতবার বিজেপির টিকিটে জিতেছিলেন দিলীপ ঘোষ। এবার এই কেন্দ্রে এখনও প্রার্থী ঘোষণা করেনি বিজেপি। এবারও দিলীপেই আস্থা রাখবে কি না বিজেপির হাইকমান্ড, তা জানা যায়নি। তবে দিলীপ কিন্তু বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন স্থানীয় তৃণমূলকে। এর মধ্যেই জুন মালিয়ার প্রচারকে কেন্দ্র করে বিজেপি-তৃণমূলের অশান্তির ঘটনা ঘটেছে। এবার সেখানেই সভা করবেন অভিষেক। সেখান থেকে কী 'গর্জন ' করবেন তিনি? তা কি কোনওভাবে ছাপিয়ে যেতে পারে বিজেপির একদা রাজ্য সভাপতির তর্জন-গর্জনকে ? অপেক্ষায় বেলদা।
শনিবার সকালেই দিলীপ ঘোষ ( Dilip Ghosh ) বলেন, 'দেশের লোক অপেক্ষা করে আছে কবে ভোট ঘোষণা হচ্ছে। পার্টি - কর্মীরাও প্রস্তুত ভোটের জন্য। ঘোষণা হয়ে যাক , তারপর বাকি সব শুরু হয়ে যাবে। পশ্চিমবঙ্গের ভোট বিশেষ করে অনেকগুলো ভাগে করা উচিত যাতে শান্তিপূর্ণভাবে নির্বাচন হয়।
এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গে ২০ টি আসনে প্রার্থী ঘোষণা করেছে বিজেপি। সেখানে মেদিনীপুর সদর কেন্দ্রের প্রার্থীর নাম ছিল না। এখন পরবর্তী তালিকার দিকে তাকিয়ে সমর্থকরা। আবারও দিলীপেই ভরসা রাখে কিনা বিজেপির শীর্ষ নেতৃত্ব, সেটাই দেখার।