কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) পরীক্ষা হবে অফলাইনে (Offline)। জানিয়ে দিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। স্রোতের বিপরীতে হেঁটে এমনটাই সিদ্ধান্ত  নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।


অনলাইনে নয়, পরীক্ষা অফলাইনেই


অনলাইনে নয়। পরীক্ষা হবে অফলাইনেই। স্নাতক (Graduation) ও স্নাতকোত্তরের (Post Graduation) সব পরীক্ষাই হবে অফলাইনে, জানিয়ে দিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী। তবে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়, কল্যাণী বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা হবে অনলাইনে। 


করোনা কাঁটা পেরিয়ে ২ বছর পর ফের অফলাইনে স্বাভাবিকভাবে পড়াশোনা শুরু হয়েছে। তবে রাজ্যজুড়ে সংশয় তৈরি হয়েছিল যে কীভাবে হবে পরীক্ষা, অনলাইন না অফলাইনে! সরকারের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি করে বলা হয় যে এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়গুলি নিজস্ব বিধি অনুযায়ী স্বাধীনতা পাবে। সেক্ষেত্রে রাজ্যের শাসকদলের ছাত্র সংগঠন ও অধ্যাপক সংগঠন অনলাইনে পরীক্ষা চায় বলেই জানায়। এই প্রেক্ষাপটে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অফলাইনে পরীক্ষার সিদ্ধান্ত নিয়েছে। অর্থাৎ সশরীরে পরীক্ষাকেন্দ্রে এসে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে। এমনকী দূরশিক্ষার ক্ষেত্রেও ছাত্রছাত্রীদের দাবি ছিল অনলাইনে নিতে হবে কিন্তু সেই পরীক্ষাও অফলাইনেই শুরু হয়েছে রবীন্দ্রভারতীর ক্ষেত্রে।


আরও পড়ুন: WBCS Exam Preparation: বিষয় সম্পর্কে স্বচ্ছ ধারণাই সাফল্যের হাতিয়ার, প্রিলিমসে ভূগোলের প্রস্তুতিতে মানচিত্র কেন গুরুত্বপূর্ণ?


রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী বলেন, 'আজ অনলাইনে কর্মসমিতির জরুরি বৈঠক ছিল। সেখানে উপস্থিত সমস্ত মাননীয় সদস্য সর্বসম্মতিক্রমে এই সিদ্ধান্তে উপস্থিত হয়েছেন যে ছাত্রছাত্রীদের স্বার্থে যেমন চিরাচরিতভাবে অফলাইনে পরীক্ষা হয়, রবীন্দ্রভারতীর সমস্ত পরীক্ষাই সেই পদ্ধতিতে হবে। ইতিমধ্যেই আমাদের দূরশিক্ষার পরীক্ষা (Distant Education) গতকাল শুরু হয়ে গিয়েছে। অফলাইনে সেটা নির্বিঘ্নেই গতকাল সম্পাদিত হয়েছে।'


করোনা অতিমারীর জেরে মাঝে দীর্ঘ বছর দুই ধরে বন্ধ ছিল যাবতীয় শিক্ষাঙ্গন। স্কুল, কলেজ বা বিশ্ববিদ্যালয়, সব জায়গাতেই বাধ্য হয়ে পড়াশোনা হয়েছে অনলাইনে। পরিস্থিতি স্বাভাবিক হওয়ার পর ক্রমশ একে একে বিভিন্ন শিক্ষাঙ্গন খুলেছে। তবে মারণ ভাইরাসের কথা মাথায় রেখে দুইভাবেই পড়াশোনা চলছে।


Education Loan Information:

Calculate Education Loan EMI