Anis Khan: আনিসকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতির অভিযোগ, আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা চলছে, দাবি আইনজীবীর
Anis Khan Death Controversy: এই নিয়ে এক সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ মামলাকারীদের। ‘কী কী খামতি রয়েছে হলফনামা দিয়ে জানান’, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
![Anis Khan: আনিসকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতির অভিযোগ, আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা চলছে, দাবি আইনজীবীর Anis Khan Death controversy highcourt lawyers claims state report Attempts made to substantiate allegations Anis Khan: আনিসকাণ্ডে রাজ্যের রিপোর্টে খামতির অভিযোগ, আত্মহত্যা বলে প্রমাণের চেষ্টা চলছে, দাবি আইনজীবীর](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/25/b4ab8efdae99c826db75d938677a9219_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌভিক মজুমদার, কলকাতা: আনিসকাণ্ডে (Anis Khan Case) রাজ্যের রিপোর্টে খামতির অভিযোগ উঠল। রিপোর্টে খামতির অভিযোগ মামলাকারীদের আইনজীবীর। বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, " আত্মহত্যা (Suicide) বলে প্রমাণের চেষ্টা চলছে।"
কী জানিয়েছেন আইনজীবী?
তিনি সাফ জানান, ‘রিপোর্টে আমরা খুশি নই, কোনও তদন্ত হচ্ছে না, অনুসন্ধান হচ্ছে না। অপরাধীদের খুঁজে বার করার চেষ্টা হচ্ছে না। তথ্য প্রমাণ সংগ্রহ করার চেষ্টা হচ্ছে না। অন্য সংস্থাকে দিয়ে তদন্তের আর্জি জানাচ্ছি’, আদালতে এমনই বক্তব্য রেখেছেন আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্যর।
এদিকে, এই নিয়ে এক সপ্তাহের মধ্যে হলফনামা পেশ করার নির্দেশ মামলাকারীদের। ‘কী কী খামতি রয়েছে হলফনামা দিয়ে জানান’, নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।
আরও পড়ুন, ধর্ষণের পর জামিনে ছাড়া পেয়ে খুনের হুমকি অভিযুক্তের, গায়ে আগুন ঢেলে আত্মহত্যা নাবালিকার
সম্প্রতি আমতাকাণ্ডে (Amta Murder) এবার গোপন জবানবন্দি নেওয়ার জন্য উলুবেড়িয়া আদালতে (Uluberia Court) আবেদন করেছিল SIT। সূত্রের খবর, ইতিমধ্যেই বিষয়টি আনিসের পরিবারকে জানিয়েছে SIT। আদালতের নির্দেশ নিয়ে এলে গোপন জবানবন্দি দিতে তিনি রাজি বলে জানিয়েছেন আনিসের বাবা।
তবে ফের আদালতের নজরদারিতে CBI তদন্তের দাবি জানিয়েছে পরিবার। ছাত্রনেতা রোহিত ভেমুলার মতো সারা দেশ আনিস খানকেও মনে রাখবে। SIT-র তদন্তে সত্যিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা হচ্ছে। গতকাল আমতায় আনিসের বাড়িতে গিয়ে অভিযোগ করেন CPIML-র সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)