এক্সপ্লোর
PM Modi Singur Rally Highlights: "এবার পশ্চিমবঙ্গও TMC-র মহাজঙ্গলরাজকে তাড়াতে প্রস্তুত..", সিঙ্গুরের সভা থেকে গর্জন প্রধানমন্ত্রী মোদির, দেখুন হাইলাইটস
PM Modi Singur Rally Highlights Upadates: সিঙ্গুরের সভা থেকে গর্জন প্রধানমন্ত্রী মোদির, দেখুন হাইলাইটস
"এবার পশ্চিমবঙ্গও TMC-র মহাজঙ্গলরাজকে তাড়াতে প্রস্তুত..", সিঙ্গুরের সভা থেকে গর্জন প্রধানমন্ত্রী মোদির, দেখুন হাইলাইটস
1/10

এদিন মোদি বলেন, বিকশিত ভারতের জন্য পূর্ব ভারতের উন্নয়নের জন্য কেন্দ্রীয় সরকার নিরন্তর কাজ করছে। সিঙ্গুরের এই পবিত্রভূমিকে আমার প্রণাম , আজ সকালে আমি মা কামাখ্য়ার ভূমিতে ছিলাম আর এখন বাবা তারকেশ্বরের ভূমিতে এসেছি আপনাদের দেখতে সিঙ্গুরের এই জনসভা, আপনাদের এই জোশ, এই উৎসাহ, দূর দূর পর্যন্ত লোকই লোক।এই উৎসাহ, জোশ পশ্চিমবঙ্গের নতুন গল্প বলছে। আমি দেখছি অনেক মহিলা, কৃষক, শ্রমিক এসেছেন। সবাই একটাই আশা নিয়ে এসেছেন, যে আমাদের আসল পরিবর্তন চাই।
2/10

প্রধানমন্ত্রী বলেন," প্রত্যেক ১৫ বছরের মহাজঙ্গলরাজকে বদলাতে চায়। আর এখন তো বিজেপি NDA বিহারে জঙ্গলরাজকে ফের একবার রুখেছে। এবার পশ্চিমবঙ্গও TMC-র মহাজঙ্গলরাজকে তাড়াতে প্রস্তুত। তৈরি তো? আমার সঙ্গে একটা সঙ্গে একটা শপথ নেবেন, আমি বলব - পাল্টানো দরকার, আপনারা বলবেন, চাই বিজেপির সরকার। "
Published at : 19 Jan 2026 07:10 AM (IST)
আরও দেখুন
Advertisement
Advertisement






















