Bangladesh News: 'বাংলাদেশে প্রায় ৪০ বছর কাজ করেছি..', ইউনূসকে কী পরামর্শ এপারের নোবেল শান্তি পুরস্কার জয়ীর ?
Kailash Satyarthi On Yunus On Human Rights Day 2024 : মানবাধিকার দিবসে এবার ইউনূসকে রাজধর্ম পালনের পরামর্শ দিলেন এপারের নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী।
কলকাতা: শান্তি নোবেল জয়ী ইউনূসের জমানায় বাংলাদেশে অশান্তির আগুন। লাগাতার সংখ্যালঘুদের উপর অত্যাচার, মন্দিরে ভাঙচুর। এবার ইউনূসকে রাজধর্ম পালনের পরামর্শ দিলেন এপারের নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী।
মানবাধিকার দিবসে মহম্মদ ইউনূসকে পরামর্শ দিয়ে নোবেল শান্তি পুরস্কার জয়ী কৈলাস সত্যার্থী বলেছেন,'বাংলাদেশের পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। বাংলাদেশে প্রায় ৪০ বছর কাজ করেছি, তখন সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল। কিন্তু আজ আর সেই পরিস্থিতি নেই। যেভাবে সংখ্যালঘুদের উপর হামলা হয়েছে, তাতে মানুষ অনিশ্চয়তার মধ্যে রয়েছেন। বাংলাদেশে যেনও মানবাধিকারকে বন্দি করা হয়েছে। বাংলাদেশের পরিস্থিতি সমগ্র দক্ষিণ এশিয়ার রাজনীতিতে প্রভাব ফেলতে পারে। অবিলম্বে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করুন।
শান্তিতে নোবেল জয়ীর আমলেই অশান্ত দেশ। আক্রান্ত হিন্দুরা। আর এই প্রেক্ষাপটেই সম্প্রতি বাংলাদেশের অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহমম্দ ইউনূসের নোবেল পুরস্কার নিয়ে নেওয়ার দাবি জানান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।একটা সময় ছিল যখন তাঁকে বলা হত ‘গরিবের ব্যাঙ্কার’! গোটা বিশ্বে তখন তাঁর প্রশংসা। ২০০৬ সালে তাঁর ঝুলিতে আসে নোবেল শান্তি পুরস্কার। কিন্তু সেই মহম্মদ ইউনূসের আমলেই আজ বাংলাদেশে হিনদুদের শান্তি খানখান। অত্য়াচারের ভয়ঙ্কর অভিযোগ উঠছে। আর কার্যত চুপ করে দেখছেন মহম্মদ ইউনূস। বারবার প্রশ্ন উঠছে, যে মোল্লাতন্ত্র পাকিস্তানকে চালাত এখন কি সেই মোল্লাতন্ত্রের ইশারাতেই চলছেন শান্তিতে নোবেল জয়ী? তাঁর আমলে কী করে বাংলাদেশে কট্টরপন্থীদের এই বাড়বাড়ন্ত? এই পরিস্থিতিতে সম্প্রতি মহম্মদ ইউনূসের নোবেল পুরস্কার কেড়ে নেওয়ার দাবি জানান বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়।
প্রাক্তন বিচারপতি তথা বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্য়ায় বলেছিলেন, 'যেভাবে অন্য় ধর্মের ওপর বিশেষ হিন্দু ধর্মের ওপর যে আক্রমণ চলছে, তাতে আমি মনে করি, নোবেল কমিটির এই মুহূর্তে তাঁর নোবেল পুরস্কার ফিরিয়ে নেওয়া উচিত। আপনারা হয়তো আমাকে জিজ্ঞেস করতে পারেন, যে নোবেল কমিটির এই রুল আছে কিনা। আমি বলতে পারব না। কিন্তু, একটা সাধারণ রুল আছে, যে কোনও কর্তৃপক্ষ যদি কোনও একটা কাজ করতে চান, করার ক্ষমতা থাকে, তাহলে তার সেই কাজ নাকচ করারও ক্ষমতা থাকে। সেই নীতির ওপর ভিত্তি করে, আমি দাবি করছি, নোবেল কমিটি এই মুহূর্তে ইউনূসের নোবেল পুরস্কার ফেরত নিয়ে নিক।'
আরও পড়ুন, বাংলাদেশে লাগাতার হিন্দু নিপীড়ন, প্রতিবাদে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্তে শুভেন্দুরা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।