Weather Forecast: বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, বৃষ্টির সম্ভাবনা দক্ষিণবঙ্গে, কবে থেকে? বড় আপডেট আবহাওয়ার
Weather Alert: আবহাওয়া দফতরের তরফে জানাচ্ছে, আজ থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে।
কলকাতা: ডিসেম্বর চলেছে কিন্তু জাঁকিয়ে শীতের দেখা নেই। এরই মধ্যে বঙ্গে নিম্নচাপের ভ্রূকুটি। দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাসের কথা জানাল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানান হয়েছে, বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, সঙ্গে ভারতে পশ্চিমী ঝঞ্ঝা আগামী ২-৩ দিন ঊর্ধ্বমুখী থাকবে তাপমাত্রা, দাপট বাড়বে কুয়াশার। দক্ষিণবঙ্গের কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা। সোমবারের মধ্যে দার্জিলিঙে তুষারপাতের সম্ভাবনা।
আবহাওয়া দফতর সূত্রে খবর, আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গের সর্বত্র শুকনো থাকবে আবহাওয়া। সোমবার থেকে ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা। হাওয়া অফিসের তরফে বলা হয়েছে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদের কিছু অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হবে। যদিও কোথাও ভারী বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত হাল্কা বৃষ্টির সম্ভাবনা।
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগরের উপর একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া এই নিম্নচাপ আরও শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপ রূপে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে। এর অভিমুখ থাকবে তামিলনাড়ু উপকূল। এই নিম্নচাপের জেরে বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন, এবার মমতাকে চরম আক্রমণ BNP নেতা রিজভির! 'আমি তো জানতাম আপনি...'
আবহাওয়া দফতরের তরফে জানাচ্ছে, আজ থেকে উত্তর-পশ্চিমের শীতল হাওয়ার জেরে ২ থেকে ৪ ডিগ্রি পারদ-পতনের সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কিছুটা তাপমাত্রা নামার সম্ভাবনা। এদিকে হাওয়া অফিস জানাচ্ছে, নতুন সপ্তাহের শুরুতে ফের বাধা পাবে শীত। শীতের পথে বাধা হবে পশ্চিমী ঝঞ্ঝা। পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ ও বীরভূম উত্তর ২৪ পরগনা, নদিয়া এই সব জেলায় অধিক কুয়াশা লক্ষ্য করা যাবে। আপাতত কম-বেশি কুয়াশার দাপট দেখা যাবে রাজ্যের প্রায় সব জেলাতেই।
আজ রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে ছিল। অন্যদিকে, মঙ্গলবার পর্যন্ত উত্তরবঙ্গের দার্জিলিঙে হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে তুষারপাতও হতে পারে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে