Bengal SIR Row : SIR-এ এনুমারেশন ফর্ম বিলির সময়সীমা বাড়াতে আবেদন BLO ঐক্যমঞ্চের
Bengal SIR Row : ১৫ নভেম্বর পর্যন্ত ফর্ম বিলির সময় বাড়ানোর আর্জি।

কলকাতা: SIR-এ এনুমারেশন ফর্ম বিলির সময়সীমা বাড়ানোর আর্জি। ফর্ম বিতরণের সময় বাড়াতে আবেদন BLO ঐক্যমঞ্চের। ১৫ নভেম্বর পর্যন্ত ফর্ম বিলির সময় বাড়ানোর আর্জি।
১১ নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণ শেষ করা কঠিন, দাবি BLO ঐক্যমঞ্চের
মুখ্য নির্বাচনী আধিকারিকে চিঠি BLO ঐক্যমঞ্চের। ফর্ম বিলির সময়সীমা ছিল ১১ নভেম্বর পর্যন্ত। '৪ নভেম্বর থেকে ফর্ম বিলি শুরু হলেও পর্যাপ্ত ফর্ম ছিল না। ফর্ম না থাকায় দেরিতে কাজ শুরু করতে হয়েছে অনেক BLO-কে। কিছু ERO অফিস প্রথম ২ দিন ফর্ম সরবরাহ করতে পারেনি। ১১ নভেম্বরের মধ্যে ফর্ম বিতরণ শেষ করা কঠিন, দাবি BLO ঐক্যমঞ্চের।
ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে দেখা গেল বুথ লেভেল অফিসার বা BLO-দের
ভোটার তালিকায় বিশেষ সংশোধনে এবার অনলাইনেও পূরণ করা যাবে এনুমারেশন ফর্ম। যাঁরা BLO-দের কাছ থেকে ফর্ম নিতে পারছেন না, তাঁরা অনলাইনেই এই ফর্ম পূরণ করতে পারবেন। পূরণ করা ফর্মটি নির্দিষ্ট পদ্ধতিতে আপলোড করতে হবে। আপলোডের প্রক্রিয়া পোর্টালেই বলা থাকবে। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের ওয়েবসাইট ও কমিশনের অ্যাপ ECINET-এ মিলবে এই ফর্ম। সপ্তম দিনে পড়ল ভোটার তালিকার বিশেষ সংশোধন বা SIR-এর এনুমারেশন পর্ব। এদিনও ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম পৌঁছে দিতে দেখা গেল বুথ লেভেল অফিসার বা BLO-দের। এই এনুমারেশন পর্ব চলবে চৌঠা ডিসেম্বর পর্যন্ত।
BLO-র সঙ্গে যোগাযোগ করতে না পারা বা এনুমারেশন ফর্ম না পাওয়া নিয়ে অনেক জায়গাতেই বিভ্রান্তি ছড়িয়েছে
তবে এরইমধ্যে BLO-র সঙ্গে যোগাযোগ করতে না পারা বা এনুমারেশন ফর্ম না পাওয়া নিয়ে অনেক জায়গাতেই বিভ্রান্তি ছড়িয়েছে। এই পরিস্থিতিতে এবার অফলাইনের পাশাপাশি অনলাইনেও এনুমারেশন ফর্ম পূরণ করার জন্য পোর্টাল ও বিশেষ অ্যাপ খুলে দিল নির্বাচন কমিশন। ফলে এখন যে কোনও ভোটার অনলাইনেই এনুমারেশন ফর্ম পূরণ করতে পারবেন। কিন্তু কীভাবে করবেন, সেই প্রক্রিয়া এবার একনজরে দেখে নেব। প্রথমে আপনাকে যেতে হবে voters.eci.gov.in এই ওয়েবসাইটে গেলে আপনার সামনে খুলে যাবে এই পেজ। ওপরের দিকে ডান দিকে SERVICE বলে একটি কলাম রয়েছে। এবার আপনাকে যেতে হবে স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা SIR 2026






















