Birbhum Flood Situation: চাষের জমিতে ঢুকছে জল, প্লাবনের আশঙ্কা বাসিন্দাদের
Birbhum News: কুয়ে নদী প্লাবিত হয়ে ডুবে গিয়েছে লাভপুরের কাদরকুলো কজওয়ে৷ জল ঢুকতে শুরু করেছে চাষ জমিতে।

ভাস্কর মুখোপাধ্যায়, বীরভূম: জল ছাড়ছে তিলপাড়া ব্যারেজ। জল ছাড়ার সময় আটকে পড়েন বেশ কয়েকজন শ্রমিক। জলাধারে আটকে পড়া শ্রমিকদের উদ্ধার করা হয়। লাভপুরে কুয়ে নদীতে বাড়ল জলস্তর। জলের তলায় চলে গিয়েছে বাঁশের সেতু। তিলপাড়া জলাধার থেকে জল ছাড়ার ফলে একাধিক গার্ডওয়ালের মাটিতে ধস দেখা দিয়েছে।
অবিরাম বৃষ্টিতে রাজ্যের বিভিন্ন জায়গার পাশাপাশি ফুঁসছে বীরভূমের নদীগুলি৷ একদিকে নিম্নচাপ, সঙ্গে দোসর ঘূর্ণাবর্ত ও মৌসুমী অক্ষরেখা৷ ফলে অতিবৃষ্টি সর্বত্র ৷ ইতিমধ্যেই সিউড়ির ময়ূরাক্ষী নদীর তিলপাড়া জলাধার থেকে ২৬০০ কিউসেক, হিংলো জলাধার থেকে ৪০০০ কিউসেক ও ব্রাহ্মণী জলাধার থেকে ২১২৬ কিউসেক জল ছাড়া হয়েছে। ডুবে গিয়েছে হিংলো নদীর কজওয়ে৷ অন্যদিকে, ফুঁসছে কোপাই, কুয়ে, অজয়, দ্বারকা ব্রহ্মণী, ময়ূরাক্ষী নদ-নদী৷ বিপদসীমা দিয়ে বইছে কোপাই নদীর জল৷ যে কোন মুহূর্তে প্লাবনের আশঙ্কা৷ অজয় নদের উপর জয়দেব ফেরিঘাট ভেঙে গিয়েছে। ভেঙে গিয়েছে সাঁইথিয়ায় ময়ূরাক্ষী নদীর উপর ফেরিঘাট। বন্ধ পাড়াপাড়। কুয়ে নদী প্লাবিত হয়ে ডুবে গিয়েছে লাভপুরের কাদরকুলো কজওয়ে৷ জল ঢুকতে শুরু করেছে চাষ জমিতে৷
এদিকে বৃহস্পতিবার তিলপাড়া জলাধার থেকে জল ছাড়ার সময় জলাধার সংস্কারের কাজে যুক্ত বেশ কয়েকজন শ্রমিক আটক পড়েন। পরে তাঁদের উদ্ধার করা হয়। তিলপাড়া জলাধার থেকে জল ছাড়ার ফলে মহম্মদ বাজার এলাকায় একাধিক গার্ড ওয়ালের মাটিতে ধস দেখা দিয়েছে। ময়ূরাক্ষী নদীতে জলের গতি বেগের জন্যই এই ঘটনা বলে জানা গিয়েছে। গতকাল রাতে সেচ দফতরের অফিসাররা ঘটনা স্থলে আসেন। তাঁরা সমস্তটা খতিয়ে দেখে যে দিকের গার্ড ওয়ালের মাটিতে ধস নেমেছে সে দিকের ৩ টি জল ছাড়ার গেট বন্ধ করে দেন। বাকি গেট গুলি খুলে দেওয়া হয়েছে।
আবহাওয়ার আপডেট: এদিকে এখনই বৃষ্টি থামার কোনও পূর্বাভাস নেই। শনিবার বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টি হলেও তার পরিমাণ ও ব্যাপকতা কমবে। রবিবার বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। সোমবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে পুরুলিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলাতে। দক্ষিণবঙ্গের বাকি জেলাতে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। মঙ্গলবার দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। নদিয়া, মুর্শিদাবাদ, পশ্চিম বর্ধমান, বীরভূম জেলার বেশিরভাগ এলাকায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা বেশি।






















