গোপাল চট্টোপাধ্যায়, বীরভূম: সরকারি অফিসে সাপের উপদ্রব! ভয়ে তটস্থ অফিসার থেকে কর্মীরা! কোনও প্রত্যন্ত গ্রামের ছবি নয়! এই ঘটনা বীরভূমের সদর শহর সিউড়ির! 


স্থানীয় সূত্রে খবর, গত কয়েক মাসে শহরের একাধিক সরকারি দফতর থেকে পঞ্চাশটি সাপ উদ্ধার করা হয়েছে! তার মধ্যে বিষধরের সংখ্যাই বেশি! জেলা পরিষদ, প্রশাসন ভবন, স্বাস্থ্য দফতর, ভূমি ও ভূমি সংস্কার দফতর, সদা ব্যস্ত অফিসগুলি থেকেই উদ্ধার হয়ে চলেছে একের পর এক সাপ। সাপ নজরে এলেই স্থানীয় সর্পবন্ধুকে খবর দিচ্ছেন অফিসাররা। তিনিই এসে সাপ উদ্ধার করে নিয়ে যাচ্ছেন। 


আরও পড়ুন, ভবানীপুরের ভোটার হলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর


অন্যদিকে, প্রশিক্ষণ ছাড়া সাপ ধরার বাহাদুরি দেখাতে গিয়ে রায়গঞ্জে ফের বিষধর সাপের ছোবল খেলেন এক যুবক। একবার-দু'বার নয়, তিন তিন বার একই সাপের ছোবল খেয়ে আশঙ্কাজনক অবস্থায় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন ওই যুবক। সাপ ধরার কোনো প্রশিক্ষণ না থাকায় এই দুঃসাহস দেখাতে গিয়েই বিপত্তি বলে জানান স্থানীয়রা। জানা গিয়েছে, আহত ওই যুবকের নাম বিশ্বজিৎ ঘোষ। তিনি পেশায় টোটো চালক। বৃহস্পতিবার গভীর রাতে রায়গঞ্জের শিলিগুড়ি মোড় এলাকায় প্রায় ৪ ফুটের একটি বিষাক্ত গোখরো সাপ ধরতে যান তিনি। 


আরও পড়ুন, রাষ্ট্রসংঘে পাকিস্তানকে চরম জবাব স্নেহা দুবের, ভারতীয় কন্যাকে নিয়ে 'গর্বিত' দেশ


সাপটির মাথা ধরে কৌটো বন্দী করতে গেলে সাপটি তাঁর হাতে ছোবল বসায়। এমনটাই দৃশ্য কার্যত মোবাইল বন্দী করছিলেন সে সময়ে তার পাশে থাকা অন্যান্যরা। সাপের দংশনের দৃশ্যও রেকর্ড হয় সেই ভিডিওতে। খবর পেয়ে রায়গঞ্জের একটি পশুপ্রেমী সংগঠনের কর্মীরা গিয়ে সাপটিকে উদ্ধার করার পাশাপাশি ওই যুবককে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে ভর্তি করায়। বর্তমানে আশঙ্কাজনক থাকায় তাঁকে রাতেই সিসিইউতে চিকিৎসাধীন রাখা হয়েছে বলে মেডিকেল কলেজের তরফে জানানো হয়েছে। এর পাশাপাশি প্রশিক্ষণ ছাড়া এভাবে সাপ না ধরার বার্তা দিয়েছেন চিকিৎসক ও পশুপ্রেমীরা।