Dilip Ghosh: "দলটাই তো পিসি-ভাইপোর", অভিষেকের পদ নিয়ে কটাক্ষ বিজেপি নেতাদের
BJP Leaders on Abhishek Banerjee: দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল দলটাই হল পিসি ভাইপোর দল। ওটা ওঁদের একটা সম্পত্তি। সেখান থেকে বাইরে রাখবেন কেন? উনি তো পরবর্তী মালিক।"
কলকাতা: তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রত্যাবর্তনকে তীব্র কটাক্ষ বিজেপির দুই শীর্ষ নেতা সুকান্ত মজুমদার ও দিলীপ ঘোষের। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। প্রসঙ্গত, অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক পদেই থাকছেন। শুক্রবার জাতীয় কর্মসমিতির বৈঠকে পদাধিকার বণ্টন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গুরুত্ব বেড়েছে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস এবং চন্দ্রিমা ভট্টাচার্যর। বৈঠকে নবীনদের পাশাপাশি প্রবীণদের গুরুত্ব বোঝাতে গিয়ে, তৃণমূলনেত্রী বলেন, ওল্ড ইস গোল্ড।
বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল দলটাই হল পিসি ভাইপোর দল। ওটা ওঁদের একটা সম্পত্তি। সেখান থেকে বাইরে রাখবেন কেন? উনি তো পরবর্তী মালিক। সেভাবেই তৈরি করছেন। আই ওয়াশ করা বাকিটা। মাঝে মনে হচ্ছিল দলের রাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের বাইরে চলে যাচ্ছে। তারপর বুঝিয়ে দিলেন উনিই সব। নতুন বোতলে পুরোনো মদ ঢালা হয়েছে। আর কোনও পরিবর্তন হয়নি।"
অন্যদিকে, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, "আমার আর কোনও কথা নেই। একটা বাংলা সিনেমা রয়েছে। খোকাবাবুর প্রত্যাবর্তন। সেটাই।"
এদিকে, বিজেপির এই কটাক্ষের প্রেক্ষিতে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র এবং রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ বলেন, "সাংগঠনিক নির্বাচনের মধ্যে কিছু পর্যায় থাকে। প্রথমে সভানেত্রী নির্বাচিত হয়েছেন। এরপর পদ্ধতিগতভাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে রেখেছেন নেত্রী। এটি নিয়ে দিলীপ ঘোষ, সুকান্ত মজুমদাররা এত কথা বলছেন কেন? দিলীপ ঘোষকে তো ওঁর দলই মেয়াদের আগে সভাপতি থেকে ওঁর দল তাড়িয়েছে। আর সুকান্ত মজুমদারকে তো ওঁর দলেরই নেতা বলেছেন যে উনি নাকি ট্রেনি। বাংলাকে চেনেন না, তারা আবার অভিষেককে নিয়ে কথা বলতে এসেছেন। ওঁরা বরং হরলিক্স খান, আরেকটু বড় হোন। তারপর কথা বলতে আসবেন।"