কমলকৃষ্ণ দে, বর্ধমান: বিবাহ-বর্হিভূত সম্পর্কের টানাপোড়েনের জেরে খুন হলেন একজন গৃহবধূ। এই ঘটনায় তাঁর স্বামীকে গ্রেফতার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বর্ধমান শহরে (Burdwan News)।


স্থানীয় সূত্রে জানা গেছে, গত রবিবার বর্ধমান শহরের একটি হোটেল থেকে পায়েল বেগম নামে এক গৃহবধূর দেহ উদ্ধার করে বর্ধমান থানার পুলিশ। এই ঘটনার পর থেকে বেপাত্তা ছিলেন তাঁর স্বামী মহম্মদ নজরুল খান। অবশেষে চারদিন পর ঝাড়খণ্ড থেকে তাকে গ্রেফতার করে বর্ধমান থানার পুলিশ। আজ ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। উভয়পক্ষের আইনজীবীর বক্তব্য শোনার পর ধৃতকে পুলিশ হেফাজতে পাঠান বিচারক।


আরও পড়ুন: Balurghat College clash: কলেজ ছাত্রীর ওড়না ধরে টানাটানির জেরে ছাত্রদের দুটি গোষ্ঠীর সংঘর্ষ, কান কাটল পড়ুয়ার


পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার বর্ধমান শহরের একটি হোটেলে স্বামী-স্ত্রী পরিচয় দিয়ে ঘর ভাড়া নেন পায়েল বেগম ও মহম্মদ নজরুল খান। এর কিছুক্ষণ পরে হোটেল থেকে বেরিয়ে যান স্বামী মহম্মদ নজরুল খান। পরে হোটেলের কর্মীরা ঘরে গৃহবধুর মৃতদেহ বিছানায় পড়ে থাকতে দেখে খবর দেন বর্ধমান থানার পুলিশকে। হোটেলে জমা দেওয়া পরিচয়পত্র থেকে জানা গেছে তারা দুজনেই বর্ধমানের খাগড়াগড় এলাকার বাসিন্দা। এদিকে এই ঘটনার পর থেকেই বেপাত্তা ছিল মৃত মহিলারা স্বামী। 


এই ঘটনার তদন্ত নেমে বর্ধমান থানার পুলিশ চারদিন পর ঝাড়খণ্ড থেকে স্বামী মহম্মদ নজরুল খানকে গ্রেফতার করে।


আরও পড়ুন: Mamata Banerjee: এককালীন অবসরভাতা বেড়ে ৫ লক্ষ, প্যারা টিচার, আশাকর্মী, অঙ্গনওয়াড়ি কর্মীদের সুখবর মমতার


পুলিশ সূত্রে জানা গেছে, মৃত মহিলার সঙ্গে বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল এক যুবকের। বেশ কয়েকমাস ধরে ওই যুবকের সঙ্গে থাকছিলেন ওই গৃহবধূ। এরপর গত রবিবার স্বামীর সঙ্গে হোটেলে আসেন পায়েল। পরে হোটেলের ঘর থেকে পায়েলের মৃতদেহ উদ্ধার হয়।


ধৃত মহম্মদ নজরুল খানকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পেরেছে, সম্পর্কের টানাপোড়েনের জন্যই শ্বাসরোধ করে ওই গৃহবধূকে খুন করা হয়েছে। অসমর্থিত সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তি সম্পর্কে মৃতার ভাসুর হয়। রোগ ভুগে ওই মহিলার স্বামী মারা যাওয়ার পর থেকে দু-জনের মধ্যে শারীরিক সম্পর্ক গড়ে উঠেছিল। তার মধ্যে তৃতীয় ব্যক্তির প্রবেশ বিষয়টিকে জটিল করে তোলে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Hemant Soren: ফের ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত, শপথ নিয়েই ভোটবার্তা, চম্পাই-অস্ত্রে শান বিজেপি-র