কলকাতা: আমতায় ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ করল আদালত। অভিযোগ ও দিনক্ষণ-সহ মামলার আবেদন পত্র পেশ করার নির্দেশ রাজ্যকে। আগামী ২৪ ফেব্রুয়ারি পরবর্তী শুনানি। এদিন আনিস খানের মৃত্যুর ঘটনায় আইনজীবী কৌস্তভ বাগচী স্বতঃপ্রণোদিত মামলা দায়েরের আবেদন করেন কলকাতা হাইকোর্টে। দুপুর ২টোয় লিখিত বক্তব্য নিয়ে আসার জন্য আইনজীবীকে নির্দেশ দেন বিচারপতি রাজশেখর মান্থা। 


অন্যদিকে মুখ্যসচিবের নেতৃত্বে সিট গঠন করে আনিস খান খুনের তদন্তের আশ্বাস দিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন দুপুরে সাংবাদিক বৈঠকে আনিসের পরিবারের উদ্দেশে মমতা বলেন 'যে জীবন চলে গিয়েছে, সেটা ফিরিয়ে দেওয়া আমার হাতে নেই। কিন্তু আমার হাতে যা আছে, যারা দোষী, নিরপেক্ষ তদন্তে তারা শাস্তি পাবে এবং বিচার হবে।' সোমবার একটি বৈঠকে এমনটাই 'কথা' দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। হাওড়া (Howrah) আমতার (Amta) ছাত্রনেতা আনিস খানের মৃত্যুতে তোলপাড় রাজ্য (Westbengal)।


মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কেন কিছু বলছেন না তা নিয়েও প্রশ্ন তোলেন একাংশ। তবে এ দিনই নবান্নে আনিসের পরিবারকে ডেকে পাঠান মুখ্যমন্ত্রী। এর পর দুপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনিস খুনের বিচারের আশ্বাস দেন তিনি।  


আরও পড়ুন: Mamata Banerjee: 'জোর করে জমি নেওয়া হচ্ছে না', দেউচা পাঁচামি নিয়ে কড়া বার্তা মমতার


এ দিন মমতা বন্দ্য়োপাধ্যায় বলেন, 'আনিস নিয়ে আমরা নিরপেক্ষ তদন্ত করব। আনিসের সঙ্গে আমাদের সম্পর্ক ভাল ছিল। ও আমাদের সঙ্গে যোগাযোগ রাখতেন,  নির্বাচনে আমাকে অনেক সাহায্যও করেছে। কাজেই ও আমাদের ছেলে।' তাঁর কথায়, 'আনিসের বিষয়ে সরকার নিরপেক্ষ তদন্ত করবে। ডিজির সঙ্গে কাল আমার কথা হয়েছে। তাঁরা ইতিমধ্যেই ফরেন্সিক রিপোর্ট ইত্যাদির ব্যবস্থা করেছে। ঘটনা দুর্ভাগ্যজনক, কোনও মৃত্যুই আমাদের কাছে কাম্য নয়।'


আরও পড়ুন: Anish Khan Death : নবান্নে আনিসের পরিবারকে দেখা করতে ডাকলেন মুখ্যমন্ত্রী, এলাকা উত্তাল বিক্ষোভে