কলকাতা: 'উচ্চমাধ্যমিকে ইংরেজি মাধ্যমে পড়াশোনা না করলে ভর্তির আবেদন করা যাবে না।' লোরেটো কলেজের (Loreto College) স্নাতক স্তরে ভর্তির এহেন নোটিস ঘিরে চাঞ্চল্য। কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে বিষয়টি নিয়ে অধ্যক্ষের কাছে ব্যাখ্যা চেয়ে পাঠানো হয়। কিন্তু অধ্যক্ষের তরফে কোনও যথাযথ ব্যাখ্যা দেওয়া হয়নি বলে সূত্রের খবর। এই ধরনের নোটিস ভবিষ্যতে না দেওয়ার জন্য অধ্যক্ষকে নির্দেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। এই বছর কী ব্যবস্থা নেওয়া হবে তা নিয়ে আগামীকাল বৈঠকে বসবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।         

  


স্নাতক স্তরে ভর্তির বিজ্ঞপ্তিতে বিতর্ক: আপনার সন্তান কি ইংরেজি মাধ্যমে পড়াশোনা করেছে? তবেই ভর্তি হতে পারবে পার্ক স্ট্রিটের লোরেটো কলেজে। বাংলা বা অন্য কোনও আঞ্চলিক মাধ্যমে পড়াশোনা করলে ভর্তির আবেদনই করা যাবে না। পার্ক স্ট্রিটের মিডলটন রোয়ের লোরেটো কলেজের এই বিজ্ঞপ্তি ঘিরেই সমালোচনার ঝড় উঠল। স্নাতক স্তরে প্রথম বর্ষে ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করে লোরেটো কলেজ। বিজ্ঞপ্তিতে বলা হয়, যে সমস্ত আবেদনকারী আঞ্চলিক মাধ্যমে পড়াশোনা করেছেন, তারা এমন কোনও কলেজে আবেদন করুন যেখানে দুটি ভাষাতেই পড়ানো হয়। দ্বাদশ শ্রেণিতে যাঁরা আঞ্চলিক মাধ্যমে পঠনপাঠন করেছেন, তাঁরা ভর্তির জন্য লোরেটো কলেজে আবেদন করতে পারবেন না।

মেধা এবং নম্বরের পরিবর্তে পঠনপাঠনের মাধ্যম কেন কলেজে ভর্তির মানদণ্ড? প্রশ্ন তোলেন শিক্ষাবিদদের একাংশ। সমালোচনার মুখে পড়ে তৎপর হয় কলকাতা বিশ্ববিদ্যালয় (Calcutta University) কর্তৃপক্ষ। লোরেটো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে একটি সংখ্যালঘু কলেজ। আঞ্চলিক ভাষার বিষয়ে সংখ্যালঘু কলেজের কোনও নির্দিষ্ট নিয়ম রয়েছে কি? সূত্রের খবর, লোরেটো কলেজে অধ্যাপকের কাছে এনিয়ে ব্য়াখ্যা তলব করে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। যথার্থ ব্যাখ্যা দিতে না পারায় জানিয়ে দেওয়া হয়- এই নিয়ম রাখা যাবে না। চাপের মুখে পড়ে শেষমেশ ওই বিজ্ঞপ্তি প্রত্যাহার করে নেয় লোরেটো কলেজ কর্তৃপক্ষ। তারা জানায়, কাউকে আঘাত করা তাঁদের উদ্দেশ্য নয়। তবে এবছর ইতিমধ্যেই ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কী ব্যবস্থা নেওয়া হবে, তা খতিয়ে দেখা হচ্ছে।



আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial


আরও পড়ুন: Scrub Typhus : মাকড়ের কামড় ! সময় থাকতে চিকিৎসা না হলেই প্রাণঘাতী হতে পারে স্ক্রাব টাইফাস


Education Loan Information:

Calculate Education Loan EMI