শুভেন্দু ভট্টাচার্য, কৃষ্ণেন্দু অধিকারী, কোচবিহার : উচ্চমাধ্যমিকের (Uchha Madhyamik) রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষার উত্তরপত্র পড়ে রাস্তায় ! রাজ্যজুড়ে শিক্ষা-দুর্নীতির (Recruitment Scam) অভিযোগের মধ্যেই এবার কোচবিহারে মিলল উচ্চমাধ্যমিক পরীক্ষার খাতা। কোচবিহারের (Cooch Behar) ঘোকসাডাঙায় রাস্তার ধারে মিলেছে বস্তাভর্তি উচ্চমাধ্যমিকের উত্তরপত্র। উদ্ধার হওয়া খাতা এবারের উচ্চমাধ্যমিকের, স্বীকার করল সংসদ। যদিও 'উত্তরপত্র অবিকৃত, পরীক্ষার্থীদের ফলাফলে কোনও প্রভাব পড়বে না', জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের (West Bengal Council of Higher Secondary Education) সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।


কীভাবে উদ্ধার ?


গতরাতে বাড়ি ফেরার পথে ঘোকসাডাঙা অঞ্চলের এক হিমঘরের কর্মী শ্যামল বর্মন রাস্তার মাঝে একটি বস্তা পড়ে থাকতে দেখেন। যেখানে থেকে কিছু সাদা কাগজ উঁকি দিচ্ছিল বলে তাঁর সন্দেহ হয়। এগিয়ে গিয়ে প্রশ্ন বা উত্তরপত্রের মতো জিনিসগুলো ঠেকতেই তিনি সেই বস্তা নিজের বাড়িতে নিয়ে এসে রাখেন। আজ সকালে তিনি রাস্তা থেকে উদ্ধার হওয়া বস্তা ও তার মধ্যে থাকা কাগজের কথা জানান প্রতিবেশী তথা পেশায় পার্শ্ব শিক্ষক দুলাল বর্মনকে। তিনিই খতিয়ে দেখে বোঝেন বস্তায় আসলে যা রয়েছে তা এবারের উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের উত্তরপত্র ! যার পরই খবর দেওয়া হয় সংশ্লিষ্ট মহলে। পরে সংসদের কর্মীরা এসে খাতাগুলি মিলিয়ে সেখান থেকে নিয়ে যান। জানা যাচ্ছে, উদ্ধার হওয়া খাতাগুলি আলিপুরদুয়ারের একটি স্কুলের। কীভাবে খাতাগুলি রাস্তার ধারে পড়েছিল সেটা খতিয়ে দেখার কাজ চলছে। যদিওএক শিক্ষক বাড়ি ফেরার পথে তাঁর বাইক থেকে সেগুলো পড়ে যায় বলেই তাঁর কাছে খবর পৌঁছেছে বলেই জানিয়েছেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য।


'উত্তরপত্র অবিকৃত, পরীক্ষার্থীদের ফলাফলে কোনও প্রভাব পড়বে না'


উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য গোটা ঘটনার কথা স্বীকার করে নিয়ে জানিয়েছেন, খাতাগুলি এবারের উচ্চমাধ্যমিক পরীক্ষারই। কোচবিহারের হেড এক্সামিনারের থেকে খাতা নিয়ে বাইকে বাড়ি যাওয়ার পথে এক শিক্ষকের বাইক থেকে সেগুলি পড়ে যায় বলেই খবর ছিল। যদিও উদ্ধার হওয়ার পর সিলপ্যাক খতিয়ে দেখে সংসদ আশ্বস্ত করেছে উত্তরপত্রগুলি অবিকৃতই রয়েছে। পরীক্ষার্থীদের পরীক্ষার ফলাফলে কোনও প্রভাব পড়বে না। পাশাপাশি উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য-র কথায় খাতাগুলি খুঁজে পাওয়া যাওয়াতে মিলেছে স্বস্তি।                      


আরও পড়ুন- বিকাশ ভবনে বসে বিস্ফোরক-যোগে অভিযুক্ত! NIA-এর হাতে গ্রেফতার


 


Education Loan Information:

Calculate Education Loan EMI