শুভেন্দু ভট্টাচার্য, কোচবিহার : শুরু থেকেই চলছিল বিতর্ক। অবশেষে নিজেরাই নিজেদের পার্টি অফিস সরানোর কাজ শুরু করল তৃণমূল কংগ্রেস। কোচবিহারের ১৮ নম্বর ওয়ার্ডে, বিতর্কে ইতি টানতে এমনই উদ্যোগ নিতে দেখা গেল রাজ্যের শাসকদলকে। নিজেদের কৃতিত্ব দাবি করছে বিজেপি।
গত ২১ জুলাই দলের প্রতিষ্ঠা দিবসের দিন মন্দার মোড়ে অস্থায়ী পার্টি অফিস তৈরি করে তৃণমূল। দলের তৎকালীন জেলা সভাপতি পার্থপ্রতিম রায়ের বাড়ির সামনেই তৈরি হয় পার্টি অফিস। কিন্তু হেরিটেজ ভবন কমলা কুঠিরে ঢোকার রাস্তার কাছে এটি তৈরি হওয়ায় প্রথম থেকেই বিতর্ক দানা বেঁধেছিল। অবশেষে নিজেরাই পার্টি অফিস খুলে নেওয়ার সিদ্ধান্ত নেয় তৃণমূল। কোচবিহারের তৃণমূল নেতা রাহুল রায় বলেছেন, 'এটা বানিয়েছিলাম, তখন বুঝতে পারিনি। তাই খুলে নিয়ে অন্যত্র হবে।' এদিকে, নতুন পার্টি অফিস কোথায় তৈরি হবে, তা এখনও খোলসা করেনি তৃণমূল নেতৃত্ব।
রাজ্যের শাসকদলের কর্মীদের গলায় যখন বিতর্ক থামানোর সুর তখন তাঁদের উদ্দেশে চড়া সুরে আক্রমণ বিরোধীদের। বিজেপির কোচবিহারের জেলা কমিটির সদস্য বীরাজ বসু বলেছেন, 'তৃণমূল কোনও নিয়ম মানে না। আমরাই প্রতিবাদ করেছিলাম। এখন শুনতে পাচ্ছি সেখান থেকে খুলে CID অফিস রয়েছে, সেখানে করবে। আমরা এটারও বিরোধিতা করছি।'
এমনিতেই গতকাল কোচবিহারে বিজেপির মনোনয়ন ঘিরে উত্তেজনা ছড়িয়েছিল। বিজেপি প্রার্থী অশোক মণ্ডল মনোনয়ন জমা দিতে এলে উত্তেজনা ছড়ায়। হকুমাশাসকের দফতরের সামনে তৃণমূলকর্মীরা স্লোগান দেন। পরে তৃণমূলকর্মীদের সরিয়ে দেয় পুলিশ। আগামী ৩০ অক্টোবর দিনহাটা কেন্দ্রে উপনির্বাচন। তৃণমূলের পক্ষে লড়াইয়ের মঞ্চে উদয়ন গুহ। বিধানসভা নির্বাচনে দিনহাটায় মাত্র ৫৭ ভোটে বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিকের কাছে হেরেছিলেন তৃণমূল প্রার্থী উদয়ন গুহ। অবশ্য সাংসদ পদে ইস্তফা না দিয়ে বিধায়ক পদে নিশীথ প্রামাণিক শপথ না নেওয়ার সিদ্ধান্ত নিলে স্থির হয় উপনির্বাচন হবে দিনহাটা বিধানসভায়।
আরও পড়ুন- জেলা তৃণমূল সভাপতির সঙ্গে সাক্ষাৎ নাটাবাড়ির বিজেপি বিধায়কের, তুঙ্গে জল্পনা
আরও পড়ুন- দিনহাটায় নিশীথ প্রচারে এলে লাভ তৃণমূলের, কটাক্ষ উদয়নের, পাল্টা খোঁচা বিজেপির