রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: কখনও তুষারঝড়, কখনও কোভিড কিংবা দুর্ঘটনা,  এর আগেও ভিন রাজ্যে গিয়ে একাধিক দুর্ঘটনা বাংলার মায়েদের কোল শূন্য করেছে। কখনও সাদা কাপড়ে মুড়ে ফিরেছে স্বামীর দেহ। আর এবার ফের আরও একটা ভয়াবহ রেল দুর্ঘটনা এক লহমায় অসংখ্য পরিবারের মুখের হাসি কেড়ে নিল। কারওবা উপার্জন। ভিজে চোখ ক্রমশ শুকিয়ে আসছে। কী খাবে পরের দিন, মৃতের পরিবার তা জানে না। আর এবার কফিনবন্দি দেহ ফিরল তরুণের (Coromandel Express Accident)। আরও একটা মর্মান্তিক দৃশ্য, এবার ময়নাগুড়িতে (Maynaguri)। 


 আজ সকালে তরুণ রায়ের কফিনবন্দি দেহ বাড়িতে ফিরতেই কান্নার ছবি ময়নাগুড়িতে। ময়নাগুড়ি ব্লকের মাধবডাঙ্গা ১ গ্ৰাম পঞ্চায়েতের অন্তর্গত উত্তর মাধবডাঙ্গা এলাকার বাসিন্দা তরুণ রায়। গত বৃহস্পতিবার জামাইবাবু শৈলেন রায়ের সঙ্গে তামিলনাড়ুতে বেসরকারি কোম্পানির গাড়ি চালানোর জন্য বাড়ি থেকে বের হয়েছিলেন। আর শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরে ঘটে যায় মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা।


সেই দুর্ঘটনার পর গুরুতর আহত হন জামাইবাবু শৈলেন রায়। তবে খোঁজ মিলছিল না তরুণের। তারপর থেকেই অসুস্থ হয়ে পড়ে তরুণের মা ও বাবা। এরপর শুক্রবার সন্ধ্যায় জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ওই তরুণের। সেই সঙ্গে জেলা প্রশাসনের পক্ষ থেকে মৃতদেহ নিয়ে আসার ব্যবস্থা করা হয়। মঙ্গলবার সকালে তরুণের দেহ বাড়িতে পৌঁছোতেই কান্নার ভেঙে পড়ে গোটা গ্রাম। নির্বাক হয়ে পড়েছেন মা। বোন-সহ পরিবারের সদস্যরা। তরুণকে শেষ দেখা দেখতে ও শেষবারের মতো বিদায় জানাতে এসেছেন আত্মীয়-স্বজন,পাড়া প্রতিবেশী, তরুণের বন্ধু বান্ধব-সহ অনেকে।


আরও পড়ুন, সাঁতারে কী কী রোগ থেকে মুক্তি ? কী বলছেন চিকিৎসক ?


আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


বালেশ্বরে রেল বিপর্যয়, মামলা রুজু করল সিবিআই। বিপর্যয়ের দিন সকালে কারা ডিউটিতে ছিলেন, কারা ছিলেন বিকেলে?  সূত্রের খবর, ঘটনার দিন উপস্থিত রেলকর্মীদের তালিকা তৈরি করল সিবিআই।কারা ওইদিন ছুটিতে ছিলেন, সে নিয়েও তথ্য সংগ্রহ করেছে সিবিআই। দুর্ঘটনার আগে সিগন্যাল রুমে কী হচ্ছিল, কারা ছিলেন প্যানেল কন্ট্রোল রুমে? কে প্যানেল কন্ট্রোল রুমে পয়েন্ট চেঞ্জ করতে হবে বলে নির্দেশ দেন? প্রশ্ন সিবিআইয়ের। সিগন্যাল সবুজ থাকা সত্ত্বেও লুপ লাইনে কেন ট্রেন? এই প্রশ্নেরই উত্তর খুঁজছে সিবিআই। ষড়যন্ত্র, না নাশকতা, দুর্ঘটনার পিছনে কারণ জানতে তদন্তে কেন্দ্রীয় সংস্থা। ১০ সদস্যের সিবিআই টিম এর আগেই পৌঁছয় বালেশ্বরে। টিমের নেতৃত্বে আছেন সিবিআইয়ের জয়েন্ট ডিরেক্টর বিপ্লব চৌধুরী।