সনৎ ঝা, দার্জিলিং:  জাল ভারতীয় ভোটার কার্ড-সহ নেপাল থেকে শিলিগুড়িতে ঢোকার সময় গ্রেফতার দুই। ধৃতদের একজন চিনের নাগরিক বলে অনুমান। এসএসবি’র দাবি, তাঁর মোবাইল ফোনে মিলেছে মান্দারিন ভাষায় ফোন নম্বর ও চ্যাট। ধৃতদের খড়িবাড়ি থানার হাতে তুলে দেওয়া হয়েছে।


পুজোর মুখে, জাল ভারতীয় ভোটার কার্ড-সহ শিলিগুড়ির পানিট্যাঙ্কি থেকে গ্রেফতার দুই।ধৃতদের নাম তামডিং শেরিংও কর্মা গেলেক।ধৃত তামডিংয়ের পরিবার চিনে থাকে বলে দাবি এসএসবি’র।


নন্দীগ্রামে ভোট পরবর্তী সন্ত্রাসে বিজেপি কর্মী খুনের অভিযোগে গ্রেফতার ১১


এসএসবি’র দাবি, শুক্রবার সন্ধেয়, নেপাল থেকে  পানিট্যাঙ্কি দিয়ে শিলিগুড়িতে ঢোকার সময় সন্দেহ হয় কর্তব্যরত জওয়ানদের।ধৃতদের নাগরিক পরিচয়পত্র দেখতে চাইলে, দু’জনেই আধার কার্ড ও শরণার্থী শংসাপত্র দেখান। এসএসবি’র আরও দাবি, তামডিংয়ের ব্যাগ থেকে একটি ভারতীয় ভোটারকার্ড পাওয়া গিয়েছে।তিনি আরও দাবি করেন, তাঁর পরিবার চিনে থাকে। এমনকী তামডিংয়ের মোবাইলে মান্দারিন ভাষায় ফোন নম্বর ও মোবাইল চ্যাট পাওয়া গেছে।যা দেখে তদন্তকারীদের অনুমান, তামডিং চিনের নাগরিক।


Weather Update: চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, পুজোর আনন্দে ঢালবে জল? কবে, কোথায় বৃষ্টি,  কী পূর্বাভাস আবহাওয়া দফতরের


এরপরই, দু’জনকে দফায় দফায় জেরা করেন, এসএসবি, এয়ারফোর্স ও সেনার গোয়েন্দারা।এসএসবি’র দাবি, জিজ্ঞাসাবাদে তামডিং দাবি করেন, তাঁর ভারতীয় ভোটার কার্ডটি জাল।দিল্লিতে এক এজেন্টকে ৪ হাজার টাকা দিয়ে ওই জাল ভোটারকার্ড তৈরি করেছিলেন।


West Burdwan:দুর্গাপুরে পুলিশ সেজে প্রতারণা, চোখের নিমেষে গয়না বদলে পাথর ধরিয়ে চম্পট দুষ্কৃতীদের


এরপরই, দু’জনকে গ্রেফতার করে এসএসবি। এসএসবি’র দাবি,ধৃত দু’জন স্কুলের বন্ধু। তাঁরা হিমাচল প্রদেশের ধর্মশালার স্কুলে পড়াশোনা করতেন।


সম্প্রতি, তাঁরা দিল্লি থেকে উত্তরপ্রদেশের সোনাওলি সীমান্ত হয়ে নেপালে যায়। এরপর, শুক্রবার সন্ধেয় শিলিগুড়িতে আসার চেষ্টা করছিলেন। কী কারণে তাঁরা শিলিগুড়ি আসছিলেন? তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতদের তুলে দেওয়া হয়েছে খড়িবাড়ি থানার হাতে।