করুণাময় সিংহ, মালদা: প্রবল বৃষ্টির জেরে বিপর্যস্ত হয়ে পড়েছে মালদা (Malda)। ইংরেজবাজার পুরসভার একাধিক ওয়ার্ড জলের তলায়। পাশাপাশি জলমগ্ন হয়ে পড়েছে মালদা মেডিক্যাল কলেজ ও হাসপাতাল। পরিস্থিতি সামাল দিতে হিমশিম খাচ্ছে মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। রেল লাইনের পাশে ধস নামায় ব্যাহত হচ্ছে ট্রেন চলাচলও। যার ফলে প্রচণ্ড সমস্যার মধ্যে পড়েছেন হাসপাতালে ভর্তি রোগী ও তাঁদের আত্মীয়-পরিজনরা।


আরও পড়ুন: Weather Update: রথযাত্রার সকালেই দুর্যোগ? বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রবল বৃষ্টির জেরে মালদা ও জামিরঘাটা রেল স্টেশনের মধ্যে ডাউন লাইনের ধারে মাটি ধসে পড়েছিল। একজন লাইনম্যান ধস নামার বিষয়টি দেখতে পেয়ে কন্ট্রোল রুমে খবর দেন। এর ফলে আধঘণ্টা পুরোপুরি ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়। এর ফলে বন্দে ভারত সহ একাধিক ট্রেন দাঁড় করিয়ে দেওয়া হয়। তারপর রেল দফতরের আধিকারিকরা বিষয়টি জানতে পারার পর ট্রেন চলাচল পুরো বন্ধ করে দিয়ে মেরামতির কাজ শুরু করা হয়। পরে ধীরগতিতে ট্রেন চলাচল শুরু হয়। যাতে কোনও দুর্ঘটনার সম্ভাবনা না থাকে। যেখানে ধস নেমেছে সেখানে মাটি ফেলে পরিস্থিতি ফের স্বাভাবিক করার কাজ শুরু হয়।


আরও পড়ুন: Ratha Yatra 2024: রাত পেরোলেই রথে চেপে রাজবেশে মা তারা, ব্যতিক্রমী ছবি তারাপীঠে..


রেল দফতর সূত্রে জানা গেছে, রেল লাইনের ধারে যে জায়গায় ধস নেমেছে সেখানে মাটি ফেলে রেল লাইনকে মজবুত করার কাজ চলছে। সেটা হলে তবেই নির্দিষ্ট যে গতিতে ট্রেন চলাচল করে তা শুরু হবে। তবে আজকে রাতের মধ্যে ট্রেনের গতি বাড়ার কোনও সম্ভাবনা নেই। ফলে বেশ কয়েকটি ট্রেন নির্দিষ্ট সময়ের বেশ কিছুটা দেরিতে গন্তব্য পৌঁছবে।   


প্রসঙ্গত উল্লেখ্য, জল হাসপাতালের ভিতরে জমলে শুধুই যাতায়াতের অসুবিধা নয়, রয়েছে অন্য আতঙ্কও।  আর তা হল মূলত ডেঙ্গির আতঙ্ক। কারণ জমা জলেই জমায় ডেঙ্গি বহনকারী মশার লার্ভা। ফলে তা নিয়ে আতঙ্ক ছড়িয়েছে রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


আরও পড়ুন: Hooghly News: হুগলি স্টেশনে রেল লাইনের পাশ থেকে উদ্ধার কিশোরের মৃতদেহ