সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: হুগলি স্টেশনে রেল লাইনের পাশ থেকে এক কিশোরের মৃতদেহ উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল। শনিবার ভোরে স্থানীয় বাসিন্দারা দেখতে পান হুগলি স্টেশনের দুই ও তিন নম্বর লাইনের মাঝে পড়ে রয়েছে একটি কিশোরের মৃতদেহ। খবর যায় ব্যান্ডেল জিআরপি থানায়। পরে জিআরপির কর্মীরা এসে মৃতদেহটি উদ্ধার করে নিয়ে যায়। বছর চোদ্দোর ওই কিশোরের পরিচয় জানা যায়নি। ফুল প্যান্ট আর রঙিন স্যান্ডো গেঞ্জি পরনে ছিল তার।


আরও পড়ুন: Barasat News: সরকারি জমিতে TMC-র পার্টি অফিস, শুরু দোতলার কাজ ! 'বুলডোজার অভিযান'-র মাঝে অন্য ছবি বারাসাতে


হুগলি স্টেশনের প্ল্যাটফর্মের দোকানদার ও স্থানীয়রা জানান, ভোর পাঁচটা নাগাদ একটি আপ লোকাল দু-নম্বর লাইন দিয়ে হাওড়ার দিক থেকে ব্যান্ডেলের দিকে যাচ্ছিল, একই সঙ্গে তিন নম্বর লাইন দিয়ে তখন একটা মালগাড়ি ব্যন্ডেলের দিকে যায়। ট্রেন দুটি চলে যাওয়ার পর দেখা যায় হুগলি প্ল্যাটফর্মে ঢোকার একশ মিটার আগে দুই লাইনের মাঝে পড়ে রয়েছে ওই কিশোরের মৃতদেহ।


আরও পড়ুন: Hathras stampede: হাথরাসের ঘটনার পর এই প্রথম প্রকাশ্যে 'ভোলেবাবা' , ঘটনার দায় নিলেন কাঁধে?


ট্রেন থেকে পড়ে গিয়ে নাকি পোস্টে ধাক্কা লেগে পড়ে গিয়ে ওই কিশোরের মৃত্যু হয়েছে তা এখনও স্পষ্ট নয়। মৃতদেহটির ময়নাতদন্তের পর কারণ জানা যাবে বলে জানানো হয়েছে।


ব্যান্ডেল জিআরপি থানা সূত্রে জানা গেছে, মৃত কিশোরের পরিচয় পেতে সব থানায় মেসেজ পাঠানো হয়েছে। বিষয়টিকে ঘিরে উত্তেজনা ছড়িয়ে হুগলি স্টেশন চত্বরে। এই ধরনের ঘটনা আগে কোনও হুগলি স্টেশন চত্বরে ঘটেনি বলেই জানাচ্ছেন অনেকে। বর্তমানে কিশোরের পরিচয় জানার চেষ্টা করার পাশাপাশি কীভাবে এই ঘটনা ঘটল তা জানার চেষ্টা চলছে। কেউ ট্রেন থেকে ধাক্কা মেরে ওই কিশোরকে ফেলে দিয়েছে না অন্য কোনও জায়গা থেকে মৃতদেহটি রেল লাইনের পাশে ফেলে রেখে গেছে কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে। বিষয়টিকে কেন্দ্র করে আতঙ্কও ছড়িয়েছে স্থানীয় এলাকার বাসিন্দাদের মধ্যে। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Weather Update: রথযাত্রার সকালেই দুর্যোগ? বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির আশঙ্কা, আগামীকাল কেমন থাকবে আবহাওয়া ?