কলকাতা: করোনা আবহে উৎসবের মরশুমে সতর্ক পুলিশ। পুজো উদ্যোক্তাদের জন্য কলকাতা পুলিশের ফেসবুকে পেজে রয়েছে সতর্কবার্তা।
সর্তকবার্তায় বলা হয়েছে, পুষ্পাঞ্জলির জন্য দর্শনার্থীদের বাড়ি থেকে ফুল আনতে অনুরোধ করতে হবে পুজো কমিটিগুলিকে। মূলত ভিড় এড়াতেই এই সিদ্ধান্ত।
এছাড়া, সিঁদুর খেলা ও প্রসাদ বিতরণের সময় ভিড় যাতে না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। মণ্ডপ উদ্বোধন, পুরস্কার বিতরণ ও অন্যান্য কর্মসূচি পালনেও সংযমী হওয়ার পরামর্শ দিয়েছে কলকাতা পুলিশ।
পাশাপাশি, বিভিন্ন পুরস্কারের বিচারকমণ্ডলীকে মূলত অনলাইনে মণ্ডপ পরিদর্শন করতে অনুরোধ করা হয়েছে।
সশরীরে মণ্ডপ পরিদর্শন করলে তা সকাল ১০টা থেকে দুপুর ৩টের মধ্যে করতে হবে বলে কলকাতা পুলিশের ফেসবুক পেজের নির্দেশিকায় বলা হয়েছে।
আরও পড়ুন: যানজট ও ভিড় মোকাবিলায় আজ থেকেই রাস্তায় নামছে অতিরিক্ত পুলিশ
এক নজরে দেখে নেওয়া যাক কলকাতা পুলিশের তরফে জারি হওয়া নির্দেশিকা--
- পূজামণ্ডপ সবদিক থেকে খোলা রাখতে হবে, যাতে সামাজিক দূরত্ব বজায় রাখার পর্যাপ্ত জায়গা থাকে।
- প্রতিটি মণ্ডপে আলাদা আলাদা প্রবেশ এবং বাহির দ্বার থাকবে।
- মণ্ডপে যাতে দর্শনার্থীরা নিজেদের মধ্যে দূরত্ব বজায় রাখতে পারেন, তার জন্য মেঝেতে স্পষ্ট চিহ্ন আঁকা থাকবে।
- সর্বসাধারণকে পুজো কমিটির পক্ষ থেকে অনুরোধ করা হবে পুষ্পাঞ্জলির ফুল বাড়ি থেকেই নিয়ে আসতে। যাতে মণ্ডপে ফুলের জন্য অপেক্ষা করতে গিয়ে ভিড়ের সৃষ্টি না হয়।
- সিঁদুর খেলা, প্রসাদ বিতরণ ইত্যাদির সময় যাতে বেশি ভিড় না হয় তার জন্য আগে থেকেই পরিকল্পনা নিতে হবে।
- মণ্ডপ উদ্বোধন, পুরস্কার বিতরণ এবং ওই জাতীয় অন্যান্য কর্মসূচীর ক্ষেত্রে সংযমী হতে হবে।
- বিভিন্ন পুরস্কারের বিচারক মণ্ডলী যথাসম্ভব অনলাইনেই মণ্ডপ পরিদর্শন করবেন, এবং সশরীরে পরিদর্শন করলে সকাল দশটা থেকে দুপুর তিনটের মধ্যে করবেন, যখন দর্শনার্থীদের ভিড় অপেক্ষাকৃত কম থাকে।
- ভিড় কমাতে তৃতীয়া থেকেই দর্শনার্থীদের জন্য মণ্ডপ খুলে দেওয়া হবে।
আরও পড়ুন: উৎসবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা, সতর্ক রাজ্য প্রশাসন