সুমন ঘড়াই, কলকাতা: উৎসবের মরশুমে জঙ্গি হামলার আশঙ্কা মাথায় রেখে সতর্ক রাজ্য প্রশাসন। এই নির্দেশিকা জারি করেছে রাজ্য স্বরাষ্ট্র দফতর। পুলিশ-প্রশাসনের সমস্ত স্তর ও বিভিন্ন এজেন্সিকে সতর্ক করা হয়েছে। রাজ্য স্বরাষ্ট্র দফতর নির্দেশিকায় বলা হয়েছে, জঙ্গি হামলার আশঙ্কার কথা মাথায় রেখে এইসময় সতর্ক থাকতে হবে।


সাম্প্রদায়িক সম্প্রীতি অটুট রাখতে বাড়াতে হবে নজরদারি। রাজ্য স্বরাষ্ট্র দফতরের নতুন নির্দেশিকায় তাৎপর্যপূর্ণ বিষয় হল, এবার পুজো মণ্ডপে বেশি সংখ্যায় স্বেচ্ছাসেবক নিয়োগ করতে বলা হয়েছে। রাজ্য প্রশাসনের নির্দেশ, এই স্বেচ্ছাসেবকরা যেন বিশেষভাবে সতর্ক থাকেন। সন্দেহজনক কিছু চোখে পড়লেই অবিলম্বে তা পুলিশকে জানাতে বলা হয়েছে নতুন নির্দেশিকায়। 


আরও পড়ুন, সংখ্যাগরিষ্ঠতা নিয়ে উত্তরপ্রদেশে ফের ফিরছে বিজেপি? কী জানাচ্ছে সমীক্ষা?


কলকাতার উত্তর থেকে দক্ষিণ, আলো ঝলমলে মণ্ডপে চলছে প্রতিমা দর্শন। কোথাও আবার প্রতিমা আনার প্রস্তুতি। চলছে তোড়জোড়। এরই মধ্যে চলছে শেষ মুহূর্তের কেনাকাটাও। চতুর্থীর দিন থেকেই বিভিন্ন মণ্ডপে ভিড় বাড়তে শুরু করবে। ফলে প্রথম থেকেই সতর্ক পুলিশ প্রশাসন। যানজট ও ভিড় মোকাবিলায় আজ থেকেই রাস্তায় থাকছে অতিরিক্ত পুলিশ। কলকাতা পুলিশ সূত্রে খবর, পুজো কমিটিগুলিকে জানিয়ে দেওয়া হয়েছে, বড়পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে ১০ মিটার এবং ছোট পুজোর ক্ষেত্রে মণ্ডপ থেকে ৫ মিটার পর্যন্ত নো এন্ট্রি জোন। বলা হয়েছে, নো এন্ট্রি জোনে কোনওভাবেই ঢুকতে পারবেন না দর্শকরা। অঞ্জলি, আরতি, সিঁদুর খেলার আয়োজন করতে হবে আদালতের নির্দেশ মেনে। 


আরও পড়ুন, সরকারি হাসপাতালগুলি থেকে কোভিড হেল্প ডেস্ক তুলে দিল স্বাস্থ্য দফতর, ভোগান্তি রোগীর পরিজনদের


এদিকে, পুজোয় কোভিড সংক্রমণ রুখতে রাজ্যবাসীর উদ্দেশে সতর্কবার্তা জারি করল স্বাস্থ্য দফতর। সতর্কবার্তায় উৎসবের মরশুমে কোনও রকম জমায়েত বা শোভাযাত্রা করতে নিষেধ করা হয়েছে। পরামর্শ দেওয়া হয়েছে ভিড় এড়িয়ে প্রতিমা দর্শনের। স্বাস্থ্য দফতরের তরফে সতর্ক করে বলা হয়েছে, শারীরিক দূরত্ব বিধি যেন অবশ্যই বজায় রাখা হয়। বিরত থাকতে বলা হয়েছে দল বেঁধে সিঁদুর খেলা থেকে।