ঋত্বিক প্রধান, এগরা:  বিধানসভা ভোটে বিজেপির নির্বাচনী কার্যালয় হিসেবে ব্যবহৃত পার্টি অফিস বদলে গেল তৃণমূলের পার্টি অফিসে। ভোটের আগে যা ছিল দাদার সহায়তা কেন্দ্র, সেখানেই এখন তৃণমূলের পার্টি অফিস। যা নিয়ে পূর্ব মেদিনীপুরের এগরায় শুরু রাজনৈতিক তরজা। 


শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পরে পূর্ব মেদিনীপুরের বিভিন্ন জায়গায় তাঁর অনুগামীরা তৃণমূলের পার্টি অফিসের চেহারা বদলে ফেলেন। নাম দেওয়া হয় দাদার সহায়তা কেন্দ্র। বাদ যায়নি এগরা টাউন যুব তৃণমূলের প্রাক্তন সাধারণ সম্পাদক জয়ন্ত সাউয়ের এই অফিসটিও। গতবছর তিনি নিজেও যোগ দেন বিজেপিতে। 


এবারের বিধানসভা ভোটে বিজেপির নির্বাচনী কার্যালয় হিসেবে এই পার্টি অফিসটি ব্যবহার করা হয়েছিল। যদিও বিধানসভা ভোটে তৃণমূলের জয়ের পরেই সমীকরণ বদলেছে এগরায়। বিজেপি ছেড়ে এখন জয়ন্ত সাউয়ের মুখে তৃণমূলের স্তুতি।


আরও পড়ুন: বাঁকুড়া শহরে বাসিন্দার জমি ঘিরে সরকারি জায়গায় পার্টি অফিস তৈরির অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে


এগরার বিজেপি-ত্যাগী নেতা জয়ন্ত সাউ বলেন, একসময় আমি দাদার কথায় অনুপ্রাণিত হয়ে  আমার পার্টি অফিসের রং বদলে দাদার সহায়তা কেন্দ্র করেছিলাম। মমতা ব্যানার্জিকে কোনো দিনই আমি মন থেকে সরাইনি  । দিদি যে সমস্ত কাজকর্ম করছেন সাধারণ মানুষের জন্য তার কোনো তুলনা হয় না। তাই আমি মন থেকে যাকে গ্রহণ করেছি তার পথে চলার জন্যই আমার পার্টি অফিসের রং বদল করেছি। 


এগরার বিজেপি নেতা তথা সাংসদ প্রতিনিধি আশিস নন্দ বলেন, একসময় উনি টাউন তৃণমূলের নেতা ছিলেন, পদ হারানোর পরেই উনি ক্ষোভে বিজেপিতে যোগ দিয়েছিলেন। ওনার পার্টি অফিসের রং বদলে করেছিলেন দাদার সহায়তা কেন্দ্র  আজ আবার ফের নিজের পার্টি অফিসের রং বদল করলেন, এতে আমাদের কিছু যায় আসে না। 


পার্টি অফিসের রং বদলেছেন। কিন্তু, একসময় শুভেন্দু অধিকারীর পথ ধরে বিজেপিতে যাওয়া জয়ন্ত সাউকে কি দলে ফিরিয়ে নেবে তৃণমূল? 


আরও পড়ুন: দলবদল সদস্যার, বেলদায় পঞ্চায়েত হাতছাড়া হতে চলেছে বিজেপির


এই প্রসঙ্গে এগরা পুরসভার পুর প্রশাসক তথা তৃণমূল নেতা স্বপন নায়েক বলেন, ওনারা ভেবেছিলেন লোকসভার নিরিখে যেহেতু এখানে বিজেপি এগিয়ে আছে তাই ওনারাই এখানে জয়লাভ করবেন। কিন্তু পরবর্তীকালে দেখা গেল তার ঠিক উল্টো ঘটল। তারপর থেকেই উনি বিভিন্ন জায়গায় তৃণমূলের সঙ্গে যোগাযোগ শুরু করেন। নিজের পার্টি অফিসের রং ফের বদল করেন। আমাদের জেলা সভাপতি বিচক্ষণ মানুষ । উনি বিবেচনা করবেন তবে এগরার মানুষ জানে এই সমস্ত মানুষের আসল চেহারা, এদের কোনো দাম নেই।


বিধানসভা ভোটের আগে তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়ার হিড়িক পড়েছিল। কিন্তু, গত ভোটে তৃণমূলের জয়ের হ্যাটট্রিকের পরে দলবদলে উল্টো স্রোত। তারই আঁচ এবার বিজেপি নেতা শুভেন্দু অধিকারীদের হোম গ্রাউন্ড পূর্ব মেদিনীপুরেও।