Bhuban Badyakar Health Update : কতটা গুরুতর চোট? কেমন আছেন ভুবন বাদ্যকর?
Kacha Badam Fame Bhuban Badyakar : ভুবন বাদ্যকর এবিপি লাইভকে জানিয়েছেন, অসুস্থ হওয়ার কারণে আপাতত গান বন্ধ থাকছে। সুস্থ হয়ে গেলেই ফের গান ধরব।

এরশাদ আলম, কমলকৃষ্ণ দে ও অঞ্জন চক্রবর্তী : বুকে-মুখে ও হাতে লেগেছে আঘাত। ধাক্কার অভিঘাতে বেশ কিছুটা আড়ষ্টও তিনি। তবে আপাতত চিন্তার কোনও কারণ সেভাবে নেই কাঁচা বাদাম-খ্যাত (Kacha Badam Fame) ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) শরীর নিয়ে। এক্স-রে (X-Ray) ও সিটি স্ক্যানের রিপোর্টে চিন্তার কিছু পাওয়া যায়নি। এই মুহূর্তে চিকিৎসকদের বিশ্রামে থাকার অনুযায়ী বাড়ি ফিরে গিয়েছেন ভুবন বাদ্যকর। তবে দুর্ঘটনায় আঘাতের জন্য আপাতত কিছুদিনের জন্য ভাইরাল (Viral) বাদামকাকুর গান বন্ধ থাকছে। তবে সুস্থ হয়ে গেলেই গান তিনি শুরু করে দেবেন বলেই জানিয়েছেন ভুবন। বীরভূমের (Birbhum) অখ্যাত গ্রাম থেকে ভারতজোড়া ভাইরাল হয়ে ওঠা ভুবন বাদ্যকর এবিপি লাইভকে জানিয়েছেন, অসুস্থ হওয়ার কারণে আপাতত গান বন্ধ থাকছে। সুস্থ হয়ে গেলেই ফের গান ধরব।
গতরাতে দুর্ঘটনার পরে সিউড়ি হাসপাতালেই ভর্তি ছিলেন ভুবন। একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে চালাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েন তিনি। অপটু হাতে চালাতে গিয়ে কংক্রিটের দেওয়ালে ধাক্কা মারে গাড়ি। আহত হন ভুবন বাদ্যকর। তারপর তাঁকে নিয়ে যাওয়া হয়েছিল সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে। যেখানে তাঁর প্রাথমিক এক্স-রে ও স্ক্যান হয়। তারপর ভোরের দিকে তাঁকে রেফার করা হয় বর্ধমান মেডিক্যাল কলেজে। সেখানে সকালে পৌঁছে জরুরি বিভাগে ভুবন বাদ্যকরের আরও এক দফা এক্স-রে ও স্ক্যান করা হয়। তবে দুই হাসপাতালের পরীক্ষাতেই চিন্তার কিছু ধরা পড়েনি। বর্ধমান মেডিক্যাল কলেজের সুপার চিকিৎসক তাপস ঘোষ জানান, এক্স-রে করা হয়। বড় কোনও চোট নেই। অল্প আঘাত রয়েছে। আমাদের তরফে অবজারভেশনে রাখার জন্য বলা হয়েছিল, তবে ওঁর পরিবারের লোক রাখতে না চাওয়ায় ভুবন বাদ্যকরকে ছেড়ে দেওয়া হয়।
বাড়িতে ফিরে গিয়েই তাঁর বাবা বিশ্রাম নিতে চেয়েছিলেন বলে জানান ভুবন বাদ্যকরের ছেলে। তবে ভাইরাল ভুবনের চোট যে গুরুতর নয়, তা শুনে স্বস্তিতে তাঁর পরিবার। ভুবনের গুণমুগ্ধরাও চাইছেন যেন দ্রুত সুস্থ হয়ে উঠে ফের কাঁচা বাদামের সুর তোলেন বাদামকাকু।
আরও পড়ুন- 'আর বাদাম বিক্রি নয়, তিনি এখন শিল্পী', ভুবনের গানের কপিরাইট কিনল বেসরকারি সংস্থা























