সমীরণ পাল, মধ্যমগ্রাম: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশের পরেই রাজ্যজুড়ে শুরু হয়েছে হকার উচ্ছেদ অভিযান। যা নিয়ে তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। এবার হকার উচ্ছেদ অভিযান (Hawker eviction drive) ঘিরে একেবারে অন্য ছবি ধরা পড়ল মধ্যমগ্রাম (Madhyamgram) শহরে। 


হকার উচ্ছেদ অভিযানের সময় মধ্যমগ্রামের পুরপ্রধানের পায়ে জড়িয়ে ধরলেন এক হকার। আর সে দৃশ্য ইতিমধ্যেই ক্যামেরাবন্দী হয়েছে। মধ্যমগ্রাম পৌরসভার স্টেশন রোডে অবৈধভাবে ফুটপাত দখল করে যে সমস্ত হকাররা ব্যবসা করছিলেন তাদের উচ্ছেদ করতে বৃহস্পতিবার প্রচুর পুলিশকর্মী নিয়ে মধ্যমগ্রাম পুরসভার চেয়ারম্যান নিমাই ঘোষ ঘটনাস্থলে পৌঁছান। স্টেশন রোডের ফুটপাতে অবৈধ দোকানগুলি বুলডোজার চালিয়ে ভাঙা শুরু করেন। 


আরও পড়ুন: Chandipur News: ডামি শিক্ষিকা দিয়ে চালাতেন কাজ, শোকজের মুখে তৃণমূলের শিক্ষক নেতা


তখন দেখা যায় একজন যুবক ছেলে প্রথমে এসে হাতজোড় করেন পুরপ্রধানের কাছে তারপরে তাঁর সটান পা জড়িয়ে ধরেন। বলেন, "আমি অসহায় আমার কেউ নেই কী করে খাব।" এই ঘটনার কথা প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 


যদি এই বিষয় নিয়ে পুরসভার চেয়ারম্যান স্পষ্ট জানিয়ে দেন দীর্ঘদিন ধরে মধ্যমগ্রাম স্টেশন রোডে অবৈধভাবে ফুটপাত দখল করে ব্যবসা করে চলেছেন হকাররা। পুরসভা ও পুলিশ-প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার জানানো হয়েছে কিন্তু, তাঁরা কোনও কর্ণপাত করেনি। তাই অবশেষে গুরুত্বপূর্ণ স্টেশন রোডকে যানজট মুক্ত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। 


আরও পড়ুন: Chitmahal News: ৬৮ বছর পর মিলেছিল মুক্তির স্বাদ, স্বাধীনতার দিনে আনন্দের ছবি কোচবিহারের ছিটমহলে


তবে অনেক হকাররা পায়ে জড়িয়ে ধরছেন কান্নাকাটি করছেন এ প্রসঙ্গে পুরসভার চেয়ারম্যান জানিয়ে দিয়েছেন, হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে কেউ বেকার হয়ে পড়বেন না। মধ্যমগ্রাম স্টেশন রোডের পরে বাদু রোডে হকার উচ্ছেদের পাশাপাশি যশোর রোডে হকার উচ্ছেদ হবে বলে তিনি হুঁশিয়ারি দেন।


প্রসঙ্গত উল্লেখ্য, নবান্নের সভাঘরে বৈঠক করে সরকারি জমি ও রাস্তার ওপর ফুটপাথ দখল করে যে সমস্ত হকার বসে আছেন তাঁদের উচ্ছেদ করার নির্দেশ দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই এই রাজ্যজুড়ে শুরু হয় অভিযান।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Crocodile News: দীর্ঘ চেষ্টার পর ধরা পড়ল কুমির, স্বস্তি মাছ চাষীদের