সৌরভ বন্দ্যোপাধ্যায় ও ময়ূখ ঠাকুর চক্রবর্তী, ডানকুনি: হুগলির ডানকুনি টোল প্লাজার সামনে ঝাড়খণ্ড থেকে কলকাতাগামী বাসে উদ্ধার বিপুল পরিমাণ অস্ত্র। এক মহিলা-সহ ৩ জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের এসটিএফ।
পুলিশ সূত্রে খবর, এই বিপুল অস্ত্র গার্ডেনরিচে পাঠানোর কথা ছিল বলে জেরায় জানিয়েছে ধৃতরা। ডানকুনি থানায় এফআইআর দায়ের করেছে এসটিএফ।
গোপন সূত্রে খবর পেয়ে ধানবাদ থেকে কলকাতাগামী বাসে গতকাল তল্লাশি চালায় পুলিশ। বাসের মধ্যে থেকে উদ্ধার হয় ৪০টি অসম্পূর্ণ আগ্নেয়াস্ত্র। ধৃতদের মধ্যে একজন বিহারের মুঙ্গেরের বাসিন্দা।
এই প্রথম নয়। এর আগেও ডানকুনিতে চলন্ত বাস থেকে প্রচুর পরিমাণ অত্যাধুনিক অস্ত্র উদ্ধার হয়েছিল। গত অগাস্ট মাসে ডানকুনি টোলপ্লাজার কাছে সাদা পোশাকে অভিযান চালায় রাজ্য পুলিশের এসটিএফের এটিএস শাখা।
আরও পড়ুন: কেঁচো খুঁড়তে কেউটে, বরাকরে ফের অস্ত্র কারখানার হদিশ
মাইতিপাড়া মোড়ে ভাগলপুর-কলকাতাগামী একটি বাস আটকে তল্লাশি চালানো হয়। বাস থেকে পাকড়াও করা হয় অমর কুমার নামে মুঙ্গেরের বাসিন্দা এক যুবককে।
ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি ৯ এমএম কার্বাইন ও তার দুটি ম্যাগজিন এবং ৫টি ৭.৬৫ এমএম পিস্তল, তার দশটি ম্যাগাজিন।
ধৃতের কাছে সাব মেশিনগান জাতীয় কার্বাইন উদ্ধার হওয়ায় তদন্তকারীদের চোখ কপালে ওঠে। পুলিশ সূত্রে খবর, কার্বাইন সাধারণত ব্যবহার করে সেনাবহিনী। জঙ্গিগোষ্ঠীগুলিও বেআইনিভাবে তৈরি কার্বাইন ব্যবহার করে।
প্রায় একই সময়ে, নিউটাউনের নারায়ণপুরে আন্তর্জাতিক আগেয়াস্ত্র পাচারচক্রের হদিশ পায় পুলিশ। উদ্ধার হয় একাধিক অত্যাধুনিক আগ্নেয়াস্ত্র এবং অস্ত্র তৈরির সরঞ্জাম। চক্রের মূল পাণ্ডাকে গ্রেফতার করে রাজ্য পুলিশের এসটিএফ।
এরপর গতমাসে বীরভূমের রামপুরহাটে পুলিশের অভিযানে উদ্ধার প্রায় সাড়ে ৩ হাজার জিলেটিন স্টিক। পুলিশ সূত্রে খবর, ঝাড়খণ্ড থেকে দুটি গাড়িতে আনা হচ্ছিল ওই জিলেটিন স্টিক। রামপুরহাটে আসার পর গাড়ি দু’টি আটকায় পুলিশ। গাড়ি থেকে ৫ জনকে গ্রেফতার করা হয়।
আরও পড়ুন: তৃণমূল নেতার ছেলের ডিমের গুদামে অস্ত্র-ভাণ্ডার উদ্ধারের অভিযোগ ঘিরে ধুন্ধুমার বালি