সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়: অক্ষর চেনাতে ছোটবেলায় সহজপাঠের পাঠ্য ছিল "ওল খেয়োনা ধরবে গলা, ঔষধ খেতে মিছেই বলা"।


ওলে গলা ধরে কি না তা নিয়ে তর্ক আছে। যাঁরা কচু পছন্দ করেন না তাঁরা বড় বড় চোখওয়ালা গোলাকার এই সব্জি বাজারের ব্যাগে নিতে চান না। তবে যাঁদের পছন্দ ওলসিদ্ধ, ওল ভাজা অথবা ইলিশ বা চিংড়ি দিয়ে ওলের রকমারি পদ? তাঁরা ওল কেনেন। বাজারে ওলের দাম ও চাহিদা তাই ভালই।


বন্যা পরিস্থিতি দেখতে গিয়ে এবার সেই ওলই কিনে ফেললেন হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। সেই ওল রান্না করে খাবেন, জানিয়েছেন অভিনেত্রী রচনা।


বুধবার বলাগড়ের মিলনগড় থেকে চর খয়রামারি যাওয়ার সময় রাস্তায় দাঁড়িয়ে রচনা দেখেন, চাষীরা ওল ধুয়ে বাজারে নিয়ে যাবেন বলে বস্তায় ভরছেন। চাষীদের থেকে সেই ওল কিনলেন হুগলির সাংসদ। দরদাম না করলেও ওল খেয়ে গলা ধরবে কি না, জানতে চাইলেন চাষীদের কাছে।


হুগলির তৃণমূল সাংসদ রচনা বলেন, 'খুব সুন্দর ওলের চাষ হয়েছে। ওল খেতে পছন্দ করি তাই নিয়ে গেলাম।'


আরও পড়ুন: বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ত্রাণ নিয়ে প্লাবিত এলাকায় হাজির দাদার দূতেরা


তিনি অভিনয় জগতের মানুষ। সক্রিয় রাজনীতিতে দেখা যায়নি আগে। তবে ২০২৪ সালে লোকসভা নির্বাচনের আগে সরাসরি রাজনীতির ময়দানে পা রেখেছেন রচনা। শুধু তাই নয়, প্রথমবারই নির্বাচনের ময়দানে নেমে বিজেপির হেভিওয়েট প্রার্থী লকেট চট্টোপাধ্যায়কে হারিয়ে দেন রচনা। হুগলির তৃণমূল সাংসদ হন।


কিন্তু এ সবের মাঝেও নানা সময়ই তাঁর বলা নানা কথা নিয়ে বিতর্ক হয়েছে। এর আগে প্রচারে বেরিয়ে ধোঁয়া দেখতে পেয়ে তিনি শিল্পের প্রসারের কথা উল্লেখ করে সমালোচিত হয়েছিলেন। বুধবার হুগলির বন্যাকবলিত এলাকা পরিদর্শনে গিয়েও বেফাঁস মন্তব্য করেছেন রচনা বন্দ্যোপাধ্যায়। কী বলেছেন তিনি?


মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরে সুর মিলিয়ে বন্যার জন্য আঙুল তুলেছেন ডিভিসির দিকে। দিদি নম্বর ওয়ান বলেন, 'কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষ, বাড়িঘর কিছুই নেই। সবাই রাস্তায় এসে দাঁড়িয়েছেন। আর ওরা বলছে জানিয়ে পাঠিয়েছে?'


আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।