Howrah News: ৩০ লক্ষ টাকার বিদেশি সিগারেট উদ্ধার হাওড়া স্টেশন নিউ কমপ্লেক্স থেকে
Foreign Cigarette Recovered:হাওড়া স্টেশন থেকে উদ্ধার বিপুল পরিমাণ বিদেশি সিগারেট। আর্থিক মূল্য ৩০ লক্ষ টাকা। সূত্রে খবর, বৃহস্পতিবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে পাঁচটি বড় প্যাকেজ পাওয়া যায়।
সুনীত হালদার, হাওড়া: হাওড়া স্টেশন (howrah station) থেকে উদ্ধার (recovery) বিপুল পরিমাণ বিদেশি সিগারেট (foreign cigarrette)। যার আর্থিক মূল্য ৩০ লক্ষ টাকা। আরপিএফ (RPF) সূত্রে খবর, বৃহস্পতিবার হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের (new complex) ১০ নম্বর শেডের কাছে পাঁচটি বড় প্যাকেজ পাওয়া যায়। ওই প্যাকেজের মধ্যেই ৩০ লক্ষ টাকার বিদেশি সিগারেট রাখা ছিল। আরপিএফ সূত্রে দাবি, সেগুলি কোরিয়ার।
কোন পথে, কী ভাবে?
প্রাথমিক ভাবে জানা গিয়েছে, ওই সিগারেট দিল্লি থেকে কলকাতায় আনা হয়েছিল। আরপিএফ জওয়ানদের সন্দেহ হওয়ায় তাঁরা প্যাকেজগুলি খুলে তল্লাশি চালালে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট উদ্ধার হয়। তবে রহস্যজনক ভাবে ঘটনাস্থলে সেগুলির কোনও দাবিদার পাওয়া যায়নি। শুক্রবার সিগারেটের প্যাকেটগুলি কাস্টমস আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়। দুদিন আগেই হাওড়া স্টেশন থেকে উদ্ধার হয় ১০ লক্ষ টাকার বিদেশি সিগারেট। পরপর দুদিন বিপুল পরিমাণ সিগারেট উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়া স্টেশনে। প্রসঙ্গত, নগদ ও সোনা উদ্ধারের ঘটনা ঘিরে প্রায়ই শিরোনামে আসে এই স্টেশন চত্বর।
উদ্ধার সোনা থেকে নগদ...
গত নভেম্বরে যেমন হাওড়া স্টেশনে ৩৫ লক্ষ ২০ হাজার টাকা উদ্ধার করার খবরে হইচই পড়ে যায়। তবে সেই বার নিউ কমপ্লেক্স নয়, স্টেশনের ওল্ড কমপ্লেক্সে অভিযান চালিয়ে ওই পরিমাণ টাকা উদ্ধার করেছিল আরপিএফ। ঘটনায় এক জনকে গ্রেফতারও করা হয়। ধৃত ব্যক্তি উত্তরপ্রদেশের বাসিন্দা রাজকুমার বিন্দ। তিনি মির্জাপুর থেকে হাওড়ায় আসেন। টাকার ব্যাপারে তিনি কোনও সদুত্তর দিতে পারেননি বলে উঠে আসে। গ্রেফতারির পর ওই ব্যক্তিকে আয়কর বিভাগের হাতে তুলে দেয় আরপিএফ । কোথায় টাকা নিয়ে যাওয়ার চেষ্টা হচ্ছিল ? জিজ্ঞাসাবাদে তা জানার চেষ্টা শুরু করে আয়কর বিভাগ। এই ঘটনার ঠিক দুদিন আগেহাওড়া স্টেশন থেকেই ১১ লক্ষ টাকা ও ৩ লক্ষ টাকার সোনার সামগ্রী সহ এক ব্যক্তিকে গ্রেফতার করেছিল রেল পুলিশ। আরপিএফ সূত্রে খবর, সকালে স্টেশনের ৮ নম্বর প্ল্যাটফর্মে এক ব্যক্তিকে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে তাঁকে আটক করে তল্লাশি চালানো হয়। তখনই তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয় টাকা ও সোনা। আরপিএফ সূত্রে খবর পাওয়া যায়, ঝাড়খণ্ডের বাসিন্দা ওই ব্যক্তি তাঁর ব্যাগে থাকা টাকা ও সোনার কোনও বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। তাই তাঁকে গ্রেফতার করে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়।
আরও পড়ুন:'বিস্তর কারচুপির প্রমাণ মিলেছে', নিয়োগ দুর্নীতি মামলায় হাইকোর্টে রিপোর্ট CBI-এর