Humayun Kabir: 'ভিন রাজ্য থেকে নিরাপত্তারক্ষী' হুমায়ুনের, বললেন 'ক্রমাগত হুমকি আসছে, তোয়াক্কা করি না'
Murshidabad News: 'এখনও পর্যন্ত ৪ জন নিরাপত্তারক্ষী এসেছেন, আরও ৪ জন আসবেন', বলে জানান তিনি

হুমায়ুন কবীরের জন্য এল নিরাপত্তারক্ষী। ভিন রাজ্য থেকে নিরাপত্তারক্ষী এসেছেন বলে দাবি হুমায়ুনের। 'এখনও পর্যন্ত ৪ জন নিরাপত্তারক্ষী এসেছেন, আরও ৪ জন আসবেন', বলে জানান তিনি। হুমায়ুনের কথায়, "আমার সঙ্গে পশ্চিমবঙ্গ পুলিশের তিন জন আছেন। আগে থেকেই ছিলেন। এখনও আছেন। আর আজ (মঙ্গলবার) থেকে আরও আট জন প্রাইভেট সিকিউরিটি আমার সঙ্গে নিয়োগ করা হল। ক্রমাগত হুমকি আসছে। আমি হুমকিকে তোয়াক্কা করি না। কিন্তু, আমায় সাবধানতা অবলম্বন করে চলতে হবে। তাতে যা হওয়ার হবে।" কোথা থেকে এসেছেন তাঁরা ? উত্তরে হুমায়ুন বলেন, "বেঙ্গালুরু, হায়দরাবাদ।"
একদিকে মুর্শিদাবাদের বুকে 'বাবরি মসজিদ' তৈরি করছেন। টাকা গুনছেন। অন্য়দিকে তৃণমূলকে হুঙ্কার ছুঁড়ছেন। জোট নিয়ে সমীকরণ কষছেন। হেলিকপ্টারে প্রচারের পরিকল্পনা সেরে ফেলেছেন। মুর্শিদাবাদ ছাড়িয়ে গোটা রাজ্য়ে ছড়িয়ে পড়ার স্বপ্ন দেখছেন হুমায়ুন কবীর। আর তাই বাড়ছে তাঁর নিরাপত্তার বহরও। এর আগে সাসপেন্ডেড তৃণমূল নেতা বলেছিলেন, "আমার কাছে ৮ জন প্রাইভেট সিকিওরিটি আমি লাগু করছি আমার জন্য। আজ যদি আমার লাইফ বরবাদ হয়, তো কেউ আমাকে ফিরিয়ে আনতে পারবে না। আমার সিকিওরিটি প্রয়োজন। সিকিওরিটির জন্য আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশকেও যেমন অফিশিয়ালি মেল করব, পাশাপাশি সেন্ট্রাল গভর্নমেন্টের কাছেও বলব।"
এদিকে মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত হুমায়ুন কবীরের প্রস্তাবিত 'বাবরি মসজিদে'র জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে অ্যাকাউন্টে জমা পড়েছে ২ কোটি ৭১ লক্ষ টাকা। আর শিলান্য়াসের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর সন্ধে পর্যন্ত নগদে জমা পড়েছে ৬৫ লক্ষ ৬৭ হাজার টাকা। এমন দাবিও করা হচ্ছে, যে, সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীরের প্রস্তাবিত বাবরি মসজিদের জন্য কেউ কেউ দিয়ে গেছেন নিজের সঞ্চয়ের আস্ত ভাঁড়টাই। হুমায়ুন কবীর জানিয়েছেন, মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত প্রস্তাবিত 'বাবরি মসজিদে'র জন্য ওয়েস্ট বেঙ্গল ইসলামিক ফাউন্ডেশন অফ ইন্ডিয়া নামে যে অ্যাকাউন্ট রয়েছে, তাতে জমা পড়েছে ২ কোটি ৭১ লক্ষ টাকা। অন্যদিকে, শিলান্য়াসের দিন অর্থাৎ ৬ ডিসেম্বর থেকে ৭ ডিসেম্বর সন্ধে পর্যন্ত যে টাকা নগদে জমা পড়েছে তার পরিমাণ ৬৫ লক্ষ ৬৭ হাজার। আপাতত টাকা গোনা শেষ। তবে, মসজিদ তৈরির জন্য অনুদান আসা থামেনি।
এই প্রেক্ষাপটে তৃণমূল দাবি করছে, হুমায়ুন কবীরের পেছনে রয়েছে বিজেপি ! অন্য়দিকে, বিজেপি আবার হুমায়ুন ও তৃণমূলের গটআপ গেমের অভিযোগ করছে !




















