Jalpaiguri: প্রচারে দেওয়া প্রতিশ্রুতি, ভোটে জিতেই অসহায় বৃদ্ধার ঘরের বন্দোবস্ত করলেন সিপিএম প্রার্থী
CPM: খড়িয়া গ্রাম পঞ্চায়েতের জয়ী সিপিএম প্রার্থী গৌরী রায় শীল বলছেবন, নিজেদেরও তো খারাপ লাগে ওরকম অবস্থায় দেখলে। তাই সবাই মিলে উনি যেন থাকার একটা জায়গা পায় সেটা ব্যবস্থা করলাম।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: ভোট প্রচারে (Vote campaigning) দেওয়া প্রতিশ্রুতি রাখলেন সিপিএম প্রার্থী (CPM Candidate)। ভোটে জিতেই জলপাইগুড়িতে (Jalpaiguri) অসহায় বৃদ্ধার মাথার ওপর ছাদের বন্দোবস্ত করলেন। স্থানীয়দের থেকে সামান্য আর্থিক সহায়তা নিয়ে ভাঙা ঘর ঠিক করার উদ্যোগ নিলেন তিনি। ২০ বছর ধরে পঞ্চায়েতের দারস্থ হয়েও ঘর পাননি বলে অভিযোগ বৃদ্ধার।
জলপাইগুড়ির (Jalpaiguri) খড়িয়া গ্রাম পঞ্চায়েতের নাজিরপাড়ার বাসিন্দা মিলন রায় ২০ বছর ধরে পঞ্চায়েতের দুয়ারে ঘুরেও মেলেনি ঘর। জরাজীর্ণ বাড়িতে ছাদ বলে তেমন অবশিষ্ট নেই কিছুই। বাড়ির পাশেই শিশু শিক্ষা কেন্দ্রে তার মানসিক ভারসাম্যহীন ছেলে ও ৩ মেয়েকে নিয়ে থাকেন তিনি তাঁর পাশে এসে দাঁড়ালেন সদ্য পঞ্চায়েত ভোটে(Panchayat Election) জয়ী সিপিএম প্রার্থী গৌরী রায় শীল।
রাখলেন নির্বাচনী প্রচারে দেওয়া প্রতিশ্রুতি: ভোটে জিতেই ঘর তৈরি করে দেওয়ার উদ্যোগ নিলেন জয়ী সিপিএম প্রার্থী (CPM Worker)। জলপাইগুড়ির (Jalpaiguri) নাজিরপাড়ার বাসিন্দা মিলন রায়ের কথায়, গৌরী জিতেছে এবার। সরকার থেকে এটা ঘর করে দিচ্ছে না। সিপিএম (CPM) থেকে করে দিচ্ছে।
খড়িয়া গ্রাম পঞ্চায়েতের (Panchayat) জয়ী সিপিএম প্রার্থী গৌরী রায় শীল বলছেবন, নিজেদেরও তো খারাপ লাগে ওরকম অবস্থায় দেখলে। তাই সবাই মিলে উনি যেন থাকার একটা জায়গা পায় সেটা ব্যবস্থা করলাম।
তৃণমূলকে হারিয়ে জিতেছে সিপিএম: এবার নাজিরপাড়ার এই বুথে ১৩ টি ভোটে তৃণমূলের প্রার্থীকে হারিয়ে জিতেছেন সিপিএম প্রার্থী। যদিও, এই পঞ্চায়েতে ৩০ টি আসনের মধ্য়ে ১৫ টি আসনই দখল করেছে তৃণমূল কংগ্রেস (TMC)। তবে ভোটের অঙ্কের হিসেব না দেখেই এগিয়ে এলেন সিপিএমের জয়ী প্রার্থী। যদিও, বাড়ি না পাওয়ার কোনও অভিযোগই তাঁদের কাছে আসেনি বলে দাবি করেছেন তৃণমূলের বিদায়ী উপপ্রধান। ভোট আসে ভোট যায়। কিন্তু প্রতিশ্রুতি রাখার এমন নজির আর কটা দেখা যায়?
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন























