বাচ্চু দাস ও সনৎ ঝা, শিলিগুড়ি: শিলিগুড়ি (Siliguri) থেকে রংটং পর্যন্ত চালু হল টয় ট্রেন  (Toy Train)। ২০১৮-এ চালু হওয়ার কয়েকদিন পর বন্ধ হয়ে যায় এই পরিষেবা। পাহাড় পথে, চা বাগানের মধ্যে দিয়ে এই জঙ্গল সাফারি পর্যটকদের মন কাড়বে বলে আশাবাদী রেল কর্তৃপক্ষ।


অপেক্ষায় কাঞ্চনজঙ্ঘা, অপেক্ষায় ডুয়ার্সের সবুজ জঙ্গল, বনানী। অপেক্ষায় পাথুরে পথে তিরতিরে বয়ে চলা তিস্তা-তোর্সা-জলঢাকা। করোনা আবহে দীর্ঘদিন, পর্যটকের মুখ দেখেনি প্রাকৃতিক সম্পদে ভরপুর উত্তরবঙ্গ। তবে, বর্তমানে সংক্রমণের গ্রাফ কিছুটা নিম্নমুখী হওয়ায়, অনেকেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়ছেন পাহাড়ের উদ্দেশে।


NJP তে নেমে কারও গন্তব্য দার্জিলিং, কারও আবার ডুয়ার্স, এই পরিস্থিতিতে উত্তরবঙ্গের পর্যটনশিল্পকে চাঙ্গা করতে টয় ট্রেনকে হাতিয়ার করছে হিমালয়ান রেল। NJP থেকে আলিপুরদুয়ার পর্যন্ত স্পেশাল ভিস্তা ডোমের পর,  এবার, শিলিগুড়ি থেকে রংটং পর্যন্ত চালু হল টয় ট্রেন পরিষেবা। ২০১৮ সালে শুরু হয় ট্রেনে চড়ে এই জঙ্গল সাফারি। কিন্তু বেশ কিছু কারণে ওই বছরই তা বন্ধ হয়ে যায়। এরপরই হানা দেয় করোনা মহামারী। অবশেষে, সোমবার থেকে ফের চালু হল পরিষেবা।


আরও পড়ুন: বকেয়া পুরভোট ও জিটিএ নির্বাচনের দাবিতে হাইকোর্টে যাচ্ছে দার্জিলিং সিপিএম


স্টিম ইঞ্জিনে চেপে পাহাড় ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে এঁকেবেঁকে যাত্রা। দুপাশে চা-বাগানের সবুজ গালিচা, পথে পড়বে, একাধিক রূপোলি নদী। কামরায় মাথার ওপর খোলা আকাশ। আশপাশও কাচের। সুসজ্জিত কামরায় বসেই, জানলা দিয়ে বাইরের প্রাকৃতিক শোভা উপভোগ করতে পারবেন পর্যটকরা। যেতে আসতে সময় লাগবে ৩ ঘণ্টা ২০ মিনিট। ট্রেনেই রয়েছে চা, জলযোগের আয়োজন। যাতাযাতের ভাড়া ৯৭০ টাকা। IRCTC-র মাধ্যমে বুক করা যাবে টিকিট। সামনেই উৎসবের মরসুম। তার আগে, একাধিক বিনোদনের আভরণে সেজে, পর্যটকদের অপেক্ষায় পাহাড়।


আরও পড়ুন: নেই মাস্ক-দূরত্ববিধি, সাড়ম্বরে সংবর্ধনা সভা করে বিতর্কে তৃণমূল


উল্লেখ্য, গত শনিবার নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রুটে চালু হল ভিস্তাডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন। নর্দার্ন ফ্রন্টিয়ার রেল সূত্রে খবর, নিউ জলপাইগুড়ি-আলিপুরদুয়ার রুটে সপ্তাহে তিনদিন শুক্র, শনি ও রবিবার ভিস্তা ডোম ট্যুরিস্ট স্পেশাল ট্রেন চলবে।