উমেশ তামাঙ্গ, কালিম্পং: পাহাড়ে শারদ-উদযাপন। দুর্গাপুজোর আনন্দে মেতে উঠেছে সুদূর উত্তরের পাহাড়ি জেলা কালিম্পং। প্রশাসন সূত্রে খবর, এ বছর ছোটবড় মিলিয়ে, ১২২টি পুজো হচ্ছে সেখানে।

বেড়াতে যাওয়ার জন্য অনেকেই বেছে নেন পুজোর ছুটিটাকে। ৪-৫ দিনের জন্য ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়া। এ বছর তেমন ভ্রমণ পিপাসুদের যদি ডেস্টিনেশন হয় কালিম্পং, তাহলে তো কথাই নেই। কারণ, একই সঙ্গে হবে বেরানোর আনন্দ ও চেটেপুটে পুজোর স্বাদ আস্বাদন। 

উত্তরের ছোট্ট জেলা, কালিম্পঙে শুরু হয়ে গেছে শারদ-উদযাপন। মহালয়ার পরই পুজোর আমেজ পাহাড়ি শহরে। কালিম্পঙের অন্যতম বড়পুজো শ্রী শক্তি থান মন্দিরের দুর্গাপুজো। এই পুজোর মূল উদ্যোক্তা গোর্খা সাংস্কৃতিক সংরক্ষণ সমিতি। তাদের উদ্যোগেই প্রতিবছর জাঁকজমকপূর্ণ এই পুজোর আয়োজন হয়। পুজো উপলক্ষ্যে হয় বিশেষ শোভাযাত্রা। করোনা বিধি মেনে শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। 

এছাড়াও কালিম্পঙের আরেকটি বড় পুজো মিলনী ক্লাবের পুজো। ৯৩ বছরের পুরনো পুজো। প্রশাসন সূত্রে খবর, এই বছর কালিম্পং জুড়ে মোট ১২২টি দুর্গাপুজো হচ্ছে। করোনাকালে পুজো। তাই প্রতিটি পুজো কমিটিকেই সতর্ক থাকার নির্দেশ দিয়েছে প্রশাসন। 

কালিম্পং পুলিশ সুপার হরিকৃষ্ণ পাই জানিয়েছেন, পুজো কমিটিগুলোর সঙ্গে মিটিং করা হয়েছে। পুজোর আনন্দে মেতেছে পাহাড়। আর তাতে সামিল পাহাড়প্রেমী পর্যটকরাও। 

উল্লেখ্য, এদিকে কলকাতা হাইকোর্টেরনির্দেশের পরই কাজ শুরু করে দিয়েছে শহরের পুজো উদ্যোক্তারা। হাইকোর্ট নির্দেশ দিয়েছে, মণ্ডপে ঢুকে অঞ্জলি বা সিঁদুরখেলায় অংশ নিতে হলে করোনা ভ্যাকসিনের দু’টি ডোজ নেওয়া থাকতেই হবে। শুধু তাই নয়, নাম থাকতে হবে পুজো কমিটির তৈরি করা তালিকায়।

আরও পড়ুন: Durga Puja Banedi Bari Special: লক্ষ্মী, সরস্বতীর বাড়ি ছাড়ার ভয়ে বাহনহীন অবস্থায় পুজো! আভিজাত্যে অন্যরকম পুজো আমাদপুর জমিদার বাড়িতে

আরও পড়ুন: Durga Puja 2021 : 'গভীর রাতে সমুদ্র থেকে উঠে আসতেন মা দুর্গা', দাস পরিবারের পুজো ঘিরে রয়েছে বিভিন্ন জনশ্রুতি