Kashmir Attack: পহেলগাঁওয়ে হিন্দু নিধন, কলকাতায় মৃতের বাড়িতে NIA-র ৩ সদস্যের দল !
Kashmir Attack NIA In Kolkata: পহেলগাঁও হামলায় নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে এসে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র ৩ সদস্যের দল

কলকাতা: পহেলগাঁওয়ে হিন্দু নিধন, কলকাতায় তদন্তে NIA. পহেলগাঁও হামলায় নিহত পর্যটক সমীর গুহর বাড়িতে এসে পৌঁছল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা NIA-র ৩ সদস্যের দল। নিহত সমীর গুহর পরিবারের সদস্যের বয়ান রেকর্ড করা হবে বলে খবর।
ইতিমধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে। কাশ্মীরের পহেলগাঁওয়ে এভাবেই ধর্ম জেনে, ঠাণ্ডা মাথায়, পয়েন্ট ব্ল্য়াঙ্ক রেঞ্জ থেকে পর্যটকদের খুন করে জঙ্গিরা! তারপর নির্লিপ্তভাবে মহিলাদের বলে, যান মোদিকে গিয়ে বলুন! ভারতের বুকে জঙ্গি হানা নতুন না হলেও, পহেলগাঁওয়ে যা হয়েছে তা নজিরবিহীন! কার্যত প্রধানমন্ত্রীকে খোলা চ্য়ালেঞ্জ করেছে পাকিস্তানি জঙ্গিরা! এই প্রেক্ষাপটে প্রত্যাঘাতের হুঁশিয়ারি দিলেন নরেন্দ্র মোদি!প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, এই হামলা শুধুমাত্র নিহত পর্যটকদের ওপর হামলা নয়, দেশের শত্রুরা ভারতের আত্মার ওপর হামলা চালানোর দুঃসাহস দেখিয়েছে। আমি একেবারে পরিষ্কার করে বলে দিতে চাই, যারা এই হামলা চালিয়েছে, সেই সব সন্ত্রাসবাদীদের আর হামলার ষড়যন্ত্রকারীদের, তাদের এমন শাস্তি দেওয়া হবে, যা তাদের কল্পনারও বাইরে।
কংগ্রেসের প্রাক্তন সাংসদ অধীর চৌধুরী বলেন, আমরা তো চাই, জবাবের মতো জবাব চাই। মুখের কথা না, কাজের কথা চাই। পুলওয়ামার পরও এই ঘটনা ঘটল। জম্মু কাশ্মীরে কিন্তু হামলা থামেনি। দল-মত নির্বিশেষে নেতা থেকে সাধারণ মানুষ সকলে চাইছে সন্ত্রাসবাদ নির্মূল করতে যোগ্য় পদক্ষেপ করুক মোদি সরকার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন,শাস্তি পাবে। শাস্তি হবেই হবে। এবার সন্ত্রাসবাদীদের বেঁচে থাকা জমিটুকুও মাটিতে মিশিয়ে দেওয়ার সময় এসেছে। ১৪০ কোটি ভারতীয়ের ইচ্ছাশক্তি এবার সন্ত্রাসবাদীদের কোমর ভেঙে দেবে। উইং কমান্ডার প্রফুল্ল বক্সী (অবসরপ্রাপ্ত)বলেন, পাকিস্তানকে আরও আগে চাপ দেওয়া প্রয়োজন ছিল। কারণ পাকিস্তানই এসব করে। কখন প্রয়োজন ছিল? যখন ২৬/১১ হয়েছিল, যখন সংসদে হামলা হয়েছিল,কার্গিল প্রভৃতি...। আমাদের কাছে বহু কারণ ছিল। অনেক দেরি হয়ে গেছে। দের আয়ে দুরস্ত আয়ে। শেষ অবধি কোন পথে পাকিস্তানকে জবাব দেয় মোদি সরকার, সেদিকেই সবার নজর।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















