অর্ণব মুখোপাধ্যায়, কলকাতা : শোক-আতঙ্ক-লজ্জা-ভয়ের বছর ঘুরেছে। হাজারো অনুগামী-অনুরাগী এখনও মন থেকে তাঁর 'আলবিদা' মেনে নিতে পারেননি। বরং সঙ্গীত-প্রেমীদের বৃত্ত ছাড়িয়ে সাধারণ মানুষের কাছেও 'ইয়াদ আয়েঙ্গে ও পল' একইরকম উজ্জ্বল। কেকে। গান গাইতে এসে চিরতরে গলা থেমে গিয়েছিল কৃষ্ণকুমার কুন্নথ ওরফে কেকে-র (Singer KK Death)। সেই যন্ত্রণা আজও তাড়িয়ে বেড়াচ্ছে তিলোত্তমাকে। শোক আতঙ্কের সেই স্মৃতি নয়, আবেগ-ভালবাসায় কেকে-কে ধরে রাখার জন্যই নেওয়া হল এক অভিনব উদ্যোগ। কলকাতা মূর্তি বসল প্রয়াত সঙ্গীতশিল্পীর। 


শিল্পী মন্টি পালের তৈরি কেকে-র পূর্ণাবয়ব ফাইবারের মূর্তি উন্মোচিত হয়েছে। গত বছরের ৩১ মে কলকাতায় অনুষ্ঠানে এসে প্রাণ হারিয়েছিলেন কেকে। তাঁর মৃত্যুবার্ষিকীর দিনই উন্মোচিত হয়েছে যে মূর্তি। আর উল্লেখযোগ্যভাবে, যে গুরুদাস কলেজের অনুষ্ঠানে এসে মৃত্যু হয়েছিল সঙ্গীতশিল্পীর, সেই কলেজের পাশের পার্কেই বসেছে কেকে-র মূর্তিটি। কলকাতা পুরসভার উদ্যোগে ১৪ নম্বর ওয়ার্ডের মুরারীপুকুর রবীন্দ্র উদ্যান ও ঋষি অরবিন্দ ঘাটের জায়গায় বসেছে যে মূর্তি। 


কেকে-র মূর্তি উন্মোচনের অনুষ্ঠানে হাজির ছিলেন অভিশপ্ত সেই রাতে নজরুল মঞ্চে হাজির থাকা গুরুদাস কলেজের অনেক পড়ুয়াই। হাজির ছিলেন কলেজের অধ্যক্ষও। হাজির ছিলেন ১৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমল চক্রবর্তী। যার উদ্যোগেই মূলত কেকে-র মূর্তি বসানোর ভাবনার বাস্তবায়ন। প্রসঙ্গত, গতবছর তাঁর পৃষ্ঠপোষকতায় আয়োজিত দূর্গাপুজোতেই থিম ছিল কেকে। অনুষ্ঠানে হাজির ছিলেন বরো চেয়ারম্যান অনিন্দ কিশোর রাউতও।


প্রসঙ্গত, শৈশব থেকে কৈশোরের প্রতিটি অনুভূতি ছুঁয়ে গিয়েছেন যিনি, নিজের শহরে সেই কেকে-কে হারানোর যন্ত্রণা এখনও কুরে কুরে খাচ্ছে শহর কলকাতার তরুণ-তরুণী থেকে যুবক-যুবতীদের। সেটাই যেন আরও একবার ফুটে উঠছিল মূর্তি উন্মোচনের অনুষ্ঠানের মাঝে। তবে শিল্পীকে যোগ্য সম্মান দেওয়ার প্রত্যাশায় মূর্তি স্থাপনে 'ইয়াদ রহ জায়েঙ্গে ও পল, করার চেষ্টাই বারবার ফুটে উঠছিল।


আরও পড়ুন- আগুন গরমে তাপপ্রবাহের সতর্কতা, উঁকি দিচ্ছে জোড়া ঘূর্ণিঝড়ের ভ্রুকুটি


২০২২ সালের ৩১ মে, দক্ষিণ কলকাতার নজরুল মঞ্চে (Nazrul Mancha) ছিল  কেকে-র শেষ অনুষ্ঠান। একটি কলেজের ফেস্টে মূল আকর্ষণ ছিলেন তিনি। প্রায় ঘণ্টা দেড়েক ধরে টানা পারফরম্যান্স। গান গাইতে গাইতেই অসুস্থ বোধ করেছিলেন তিনি। সেদিন রাতেই অসুস্থ হয়ে পড়েন তিনি। তারপরে হোটেলে ফিরে যান। হোটেলে অজ্ঞান হয়ে যাওয়ায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু ততক্ষণে সব শেষ। হাসপাতালের চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।


 






আরও পড়ুন:ত্বকের যত্নে বছরভর কোন কোন প্রাকৃতিক উপকরণ ব্যবহার করতে পারেন?