করুণাময় সিংহ, মালদা: লোকসভা ভোটের ফলাফল (Loksabha Elections 2024) প্রকাশের পর থেকেই ভোট পরবর্তী হিংসার ঘটনা বৃদ্ধি পেয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। কলকাতা থেকে কোচবিহার, বিরোধীদের উপর রাজ্যের শাসকদলের কর্মী-সমর্থকদের আক্রমণের ফলে এখনও পর্যন্ত প্রচুর মানুষ ঘরছাড়া রয়েছেন বলে অভিযোগ। সম্প্রতি মানিকচকে বিরোধীদের উপর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের (TMC) বিরুদ্ধে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকায় একজন কংগ্রেস (Congress) কর্মীকে পিটিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে।


স্থানীয় সূত্রে জানা গেছে, মালদার বৈষ্ণবনগরের জানুটোলা এলাকার বাসিন্দা অরুণ মণ্ডল এলাকায় একজন কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। আচমকা তাঁকে আক্রমণ করে পিটিয়ে মারার চেষ্টা করে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। বর্তমানে গুরুতর জখম অবস্থায় তিনি মালদার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন।


কংগ্রেসের অভিযোগ, বৃহস্পতিবার রাতে জানুটোলা এলাকায় অরুণ মণ্ডল নামে ওই কংগ্রেস কর্মীর উপর গ্রামের মধ্যে লাঠি ও লোহার রড নিয়ে চড়াও হয় তৃণমূলের একদল দুষ্কৃতী। কালিয়াচক তিন নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতির স্বামী তরুণ ঘোষের নেতৃত্বে তাঁর অনুগামীরা এই হামলা চালায় বলে অভিযোগ। ইতিমধ্যেই এই বিষয়ে কালিয়াচক থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে জখম কংগ্রেস কর্মীর পরিবারের তরফে। তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে কালিয়াচক থানার পুলিশ।


আরও পড়ুন: Loksabha Elections 2024: হুগলিতে প্রকট তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, যুব সভাপতির বাড়িতে ভাঙচুর কর্মীদের


আক্রান্তের পরিবারের অভিযোগ, বুধবার রাতে স্থানীয় এলাকায় একটি অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠান থেকে বাড়িতে ফিরছিলেন অরুণ মণ্ডল। সেই সময় তৃণমূল নেতা তরুণ ঘোষ দলবল নিয়ে তাঁর পথ আটকায় ও তাঁকে বেধড়ক মারধর করে খুনের চেষ্টা করে। বর্তমানে তাঁর অবস্থা আশঙ্কাজনক। 


কংগ্রেসের অভিযোগ , লোকসভা নির্বাচনে মালদা দক্ষিণ কেন্দ্রে পরাজিত হয়ে তৃণমূল সন্ত্রাস সৃষ্টি করছে। মানিকচকে যেভাবে কংগ্রেস কর্মীকে খুন করা হয়েছে একই কায়দায় বৈষ্ণবনগরেও সন্ত্রাস সৃষ্টি করছে।  


প্রসঙ্গত উল্লেখ্য, কলকাতা হাইকোর্টে ভোট পরবর্তী সন্ত্রাসের জেরে মামলায় হওয়ার পর এই বিষয়ে রাজ্য সরকারকে তীব্র ভর্ৎসনা করেছে আদালত। তারপরও বাড়ছে এই ধরনের ঘটনা।


আরও পড়ুন: Weather Update : একদিকে তাপপ্রবাহের কমলা সতর্কতা, অন্যদিকে প্রবল বৃষ্টির লাল সতর্কতা


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।