হিন্দোল দে, দক্ষিণ ২৪ পরগনা : যমজ ভাই। দেখতে হুবহু এক। তফাত বলতে ছোট ভাইয়ের থুতনিতে ছোট একটা তিল। দুই ভাইয়ের মাধ্যমিকের নম্বরেও বিশেষ তফাত নেই। ৬৮৯ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে যৌথ চতুর্থ নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ের অনীশ বারুই। আর তার থেকে মাত্র ২ নম্বর কম পেয়েছে ভাই, অনীক। প্রাপ্ত নম্বর ৬৮৭।
জন্মের সময়ের ফারাক ২৫ মিনিট। মাধ্যমিকে নম্বরের ফারাক মাত্র ২। জীবনের প্রথম বড় পরীক্ষায় ভাল ফল করে চমকে দিল বাঁকুড়ার ওন্দার যমজ ভাই। নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনের অনীশ-অনীককে নিয়ে গর্বিত বাবা-মা থেকে শিক্ষকরা। বাংলায় দু'জনেই পেয়েছে ৯৭। ভৌতবিজ্ঞান, জীবন বিজ্ঞান ও অঙ্কে দুই ভাই-এরই প্রাপ্ত নম্বর ১০০। একই রকম পছন্দ-অপছন্দ। ভাললাগে ফুটবল, দু'জনেরই পছন্দ ডিফেন্ডার পজিশনে খেলা। ভবিষ্যতের ইচ্ছেটাও এক- ডাক্তার হওয়া। বাড়ি বাঁকুড়ার ওন্দায়। কিন্তু ছোট থেকেই পড়াশুনো নরেন্দ্রপুরে।
এরকম উদাহরণ নতুন নয়। এর আগে ২০১৯ সালে ৬৮৭ নম্বর পেয়ে মাধ্যমিকে রাজ্যে চতুর্থ হয় আলিপুরদুয়ারের বারোবিশা হাই স্কুলের অরিত্র সাহা।
৬৮০ নম্বর পায় তার যমজ ভাই অরিন। ২০১৭ সালে মাধ্যমিকে এক নম্বর- ৬৪৭ পেয়ে চমকে দেয় বীরভূমের মহম্মদবাজারের বাসিন্দা ঋত্বিক চক্রবর্তী ও সৌপ্তিক চক্রবর্তী। ইতিহাসের পুনরাবৃত্তি হয় ২০১২ সালেও ৷ উচ্চমাধ্যমিকে ৩২৯ নম্বর পান রানাঘাটের যমজ ভাই সৌম্যদীপ ও শুভদীপ মণ্ডল ৷ ১৯৬০ সালে সকুল ফাইনাল পরীক্ষায় একসঙ্গে সফল হওয়াই শুধু নয়, একই নম্বর পেয়েছিলেন যমজ দুই ভাই, রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অসীম ও ইতিহাসের অধ্যাপক অতীশ দাশগুপ্ত ৷ এবার চমকে দিল বাঁকুড়ার বাসিন্দা নরেন্দ্রপুরের ছাত্র দুই ভাই।
আরও পড়ুন- মাধ্যমিকে প্রথম দেবদত্তা মাঝি, প্রাপ্ত নম্বর ৬৯৭
জেলাওয়াড়ি বিচারে পাশের হারে প্রথম পূর্ব মেদিনীপুর (Purba Medinipur), দ্বিতীয় স্থানে কালিম্পং। তৃতীয় স্থানে কলকাতা (Kolkata)। পূর্ব মেদিনীপুরে এ বছর পাশের হার ৯৬.৮১ শতাংশ। এবারে মাধ্যমিকের প্রথম দেবদত্তা মাঝি, কাটোয়া দুর্গাদাসী চৌধুরানি গার্লস হাইস্কুল। দেবদত্তা ৬৯৭ নম্বর পেয়ে প্রথম হয়েছে। দ্বিতীয় শুভম পাল, রিফত হাসান সরকার, প্রাপ্ত নম্বর ৬৯১। তৃতীয় সৌম্যদীপ মল্লিক, অর্ক মণ্ডল, সারওয়ার ইমতিয়াজ, মাহির হাসান, অর্ঘ্যদীপ সাহা ও সরাজ পাল। তাদের প্রাপ্ত নম্বর ৬৯০। চতুর্থ সমাদৃতা সেন, অনীশ বাড়ুই, তুহিন বেরা, অর্ক বন্দ্যোপাধ্যায়, সুপ্রভ আদক। প্রাপ্ত নম্বর ৬৮৯।
আরও পড়ুন: প্রচণ্ড গরম থেকে শরীরকে বাঁচাতে পাতে রাখুন এই খাবারগুলি
।