কলকাতা: মাধ্যমিকে ১২ হাজার খাতায় ভুল ! ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে স্রেফ নম্বর যোগে গন্ডগোল। স্ক্রুটিনিতে নম্বর বাড়ল ২২ পর্যন্ত
মেধা তালিকায় স্থান বদলাল ৪ পরীক্ষার্থীর। 


উত্তরপত্রে নম্বর যোগে ভুল, স্ক্রুটিনিতে বাড়ল নম্বর


প্রতিবারই পরীক্ষার ফলপ্রকাশের পর, প্রত্যাষিত নাম্বার না পেয়ে রিভিউয়ের জন্য আবেদন জমা পড়ে। আর সেই আবেদনেই প্রকাশ্যে এল বড় গড়মিল। ১২ হাজার ৪৬৮ টি উত্তরপত্রে নম্বর যোগে গন্ডোগোল ধরা পড়েছে এবার। প্রথম দশের মেধা তালিকায় ঢুকে পড়ল আরও ৭ জন। ৬৩ লক্ষের মধ্যে ১২ হাজার খাতায় ভুল, এটাও কাম্য নয়, সাফাই পর্ষদ সভাপতির।


আগামী বছর মাধ্যমিক শুরু কবে ?


১০ ফেব্রুয়ারি শুরু হচ্ছে আগামী মাধ্যমিক পরীক্ষা, জানাল পর্ষদ।  ১০ ফেব্রুয়ারি প্রথম ভাষা । ১১ ফেব্রুয়ারি দ্বিতীয় ভাষা । ১৫ ফেব্রুয়ারি অঙ্ক । ১৭   ফেব্রুয়ারি ইতিহাস ১৮ ফেব্রুয়ারি ভূগোল । ১৯ ফেব্রুয়ারি জীবন বিজ্ঞান। ২০ ফেব্রুয়ারি ভৌত বিজ্ঞান। চলতি বছরে মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২ ফেব্রুয়ারি। পরীক্ষা শেষ হয়েছে ১২ ফেব্রুয়ারি। ভোটের মাঝেই পরীক্ষা শেষ হওয়ার ৮০ দিন পর প্রকাশ্যে আসে মাধ্যমিকের ফল। পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় ১০ লক্ষ। গত বছরের তুলনায় চলতি বছরে পাসের হারও বেড়েছে। এবছর মাধ্যমিকে পাসের হার ছিল ৮৬.৩১ শতাংশ। গতবছর শতাংশের হার ছিল ৮৬.১৫।


আরও পড়ুন, আগামী বছর মাধ্যমিক শুরু কবে ? বড় ঘোষণা পর্ষদের


পাসের সবথেকে এগিয়ে ছিল শৈল শহর কালিম্পং। দ্বিতীয় স্থানেই ছিল এবার পূর্ব মেদিনীপুর। পাসের হারে তৃতীয় স্থানে ছিল কলকাতা। এবং চতুর্থস্থানে ছিল পশ্চিম মেদিনীপুর। মেধা তালিকায় প্রথম দশ জনের মধ্যে ছিল ৫৭ জন। মেধা তালিকায় দক্ষিণ ২৪ পরগনা থেকে  সবথেকে বেশি জন স্থান পেয়েছে। তালিকায় ছিল দক্ষিণ দিনাজপুর, পূর্ব বর্ধমান ও পূর্ব মেদিনীপুরের পরীক্ষার্থীরাও।  কলকাতা থেকে ছিল ১ জন। এবছর মাধ্যমিকে ৬০ শতাংশের বেশি নম্বর পায় ১ লক্ষ ১৮ হাজার ৪১১ জন পরীক্ষার্থী। 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে। 


 

(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)

 


 


Education Loan Information:

Calculate Education Loan EMI