করুণাময় সিংহ, ফারাক্কা: ফারাক্কা ব্য়ারেজের (Farakka Barrage) ছাড়া জলের জেরে গঙ্গার ভাঙনের (Ganges Erosion) ফলে প্রচুর জমি জলের তলায় চলে গেছে। বারবার এই নিয়ে আবেদন করা সত্ত্বেও কোনওরকম ব্যবস্থা নেওয়া হয়নি। এর প্রতিবাদে মঙ্গলবার ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার-কে ঘেরাও করে বিক্ষোভ দেখালেন মালদা (Malda) ও মুর্শিদাবাদ (Murshidabad) জেলা তৃণমূল কংগ্রেসের (TMC)  নেতা ও কর্মীরা। উপস্থিত ছিলেন  মালদা এবং মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল কংগ্রেস বিধায়করা। 


আরও পড়ুন: Nabanna Abhijan: 'তাণ্ডব ছাড়া আর কী বিশেষণ ব্যবহার করা যায় জানি না' নবান্ন অভিযান নিয়ে মন্তব্য পুলিশকর্তার


তৃণমূলের অভিযোগ, প্রতিবছর গঙ্গা ভাঙন রোধের দাবি নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষক আবেদন জানালেও কোনওরকম কাজ হয় না। তাই মঙ্গলবার প্রথমে এই ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের কাছে স্মারকলিপি জমা দিতে এসেছিলেন মালদা ও মুর্শিদাবাদ জেলার সমস্ত তৃণমূল বিধায়করা। তাঁদের সঙ্গে ছিলেন দুই জেলার তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা। কিন্তু, স্মারকলিপি জমা দিতে এসে কোনওরকম সহযোগিতা না পাওয়ায় অভিযোগে ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজার-কে ঘেরাও করে অবস্থান ও বিক্ষোভ করলেন তৃণমূল কংগ্রেসের বিধায়করা। বিষয়টি কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় ফারাক্কা ব্যারেজের জেনারেল ম্যানেজারের অফিসে।


আরও পড়ুন: Nabanna Abhijan: 'ছাত্র সমাজে' প্রকৃত ছাত্র নেই, বিশেষ গোষ্ঠীর ইন্ধনেই দিনভর অশান্তি, নবান্ন অভিযান নিয়ে দাবি পুলিশের


প্রসঙ্গত উল্লেখ্য, প্রতিবছর ফারাক্কা ব্যারেজের জল ছাড়ার ফলে মালদা ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা তীরবর্তী বিভিন্ন জায়গায় ভাঙন হয়। এর ফলে এখনও পর্যন্ত বহু মানুষের বাড়ি-ঘর থেকে জমি-জায়গা সমস্ত জলের তলায় চলে গেছে। এই নিয়ে ফারাক্কা ব্যারেজ কর্তৃপক্ষ সহ সংশ্লিষ্ট বিভিন্ন জায়গায় বারবার আবেদন জানিয়েও কোনও কাজ হয়নি। বরং প্রতিবারই বর্ষার সময়ে ফারাক্কা ব্যারেজের ছাড়া জলে আরও মানুষের জমি তলিয়ে গেছে। এই বিষয় নিয়ে এর আগেও তৃণমূল এবং সিপিএমের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফে আবেদন ও অভিযোগ জানানো হলেও ভাঙন রোধে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। এমনকী সর্বশ্রান্ত হওয়া মানুষরা কোনও ক্ষতিপূরণও পাননি বলে অভিযোগ। সূত্রের খবর, এখনও পর্যন্ত মালদা ও মুর্শিদাবাদের ৫০টির বেশি গ্রাম গঙ্গার ভাঙনের ফলে জলের তলায় তলিয়ে গেছে।  


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: Suvendu Adhikari: রাষ্ট্রপতি শাসন জারি হোক রাজ্যে, নতুন করে ভোট হোক, রাজ্যপালের কাছে আর্জি শুভেন্দুর