অভিজিত্‍ চৌধুরী, হরিশ্চন্দ্রপুর: সকালে সন্তানের জন্ম দেওয়ার ৫ ঘণ্টার মধ্যেই মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam 2022) দিলেন পরীক্ষার্থী মা। আজ সকালে মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরে এই ঘটনা ঘটেছে। ওই পরীক্ষার্থীর জন্য গ্রামীণ হাসপাতালেই পরীক্ষা দেওয়ার বন্দোবস্ত করে জেলা প্রশাসন।


মায়ের প্রথম বড় পরীক্ষার দিনই জেলা প্রশাসনকে পরীক্ষার মুখে ফেলে দিল একরত্তি। পৃথিবীর আলো দেখল এমন দিনে, যেদিন তার মায়ের মাধ্যমিক (Madhyamik Exam 2022) পরীক্ষা শুরু। সন্তান জন্মের পাঁচ ঘণ্টার মধ্যেই পরীক্ষায় বসলেন মা। আর পরীক্ষার্থীর আবেদন মেনে হাসপাতালকেই পরীক্ষাকেন্দ্রে বদলে ফেলতে হল জেলা প্রশাসনকে। মালদার (Malda) হরিশ্চন্দ্রপুরের নানারাই গ্রামের ঘটনা। এই গ্রামেরই বাসিন্দা আনজারা খাতুন হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যালয়ের ছাত্রী। ১৮ বছরের আনজারার মাধ্যমিকের সিট পড়েছিল হরিশ্চন্দ্রপুর হাইস্কুলে। কিন্তু সোমবার সকালেই হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালে সোমবার সকাল ৭টায় কন্যা সন্তানের জন্ম দেন তিনি। এরপরই হাসপাতাল কর্তৃপক্ষকে আনজারা জানান, মাধ্যমিক পরীক্ষা দিতে চান তিনি।  সেইমতো জেলা প্রশাসন ও স্বাস্থ্য দফতরের তরফে হাসপাতালেই ব্যবস্থা হয় পরীক্ষা দেওয়ার।  আলাদা ওয়ার্ডে নিয়ে যাওয়া হয় সন্তানসহ মা-কে। পরীক্ষায় নজরদারির জন্য মোতায়েন হয় পুলিশও।


পরীক্ষার্থী আনজারা খাতুন জানান, “আজ সকালে মেয়ে হয়েছে। আর আজ থেকেই পরীক্ষা শুরু হয়েছে।‘’ হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের ব্লক স্বাস্থ্য আধিকারিক শুভেন্দু ভক্ত বলেন, “আমাদের হাসপাতালে মাধ্যমিক পরীক্ষার্থী ভর্তি ছিল। আজ সকালে তার কন্যা সন্তান হয়েছে। তারপরও সে হাসপাতাল থেকে পরীক্ষা দিতে চেয়েছিল। আমরা তার ব্যবস্থা করেছি। যাতে কোনও অসুবিধা না হয়।’’ জেলা প্রশাসন সূত্রে খবর, মাধ্যমিকের বাকি পরীক্ষা যেখান থেকে পরীক্ষার্থী দিতে চাইবেন, সেখান থেকেই ব্যবস্থা করা হবে।


২ বছর পর মাধ্যমিক পরীক্ষা। বেনজিরভাবে ৫০ হাজার বেড়ে এবার পরীক্ষার্থীর সংখ্যা ১১ লক্ষ ২৭ হাজার ছুঁইছুঁই। সোমবার হল প্রথম ভাষার পরীক্ষা।  কিন্তু রাজ্য জুড়ে মাধ্যমিক পরীক্ষা শুরুর প্রথম দিনই  কিছু জায়গায় প্রশাসনের ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত ঘিরে তৈরি হল বিতর্ক। শিক্ষা পর্ষদ ও প্রশাসন সূত্রে খবর,  মালদা, মুর্শিদাবাদ, উত্তর দিনাজপুর, কোচবিহার, জলপাইগুড়ি, বীরভূম এবং দার্জিলিঙে নির্দিষ্ট কিছু স্পর্শকাতর ব্লকে পরীক্ষা শুরুর আগে থেকে ৪ ঘণ্টা ১৫ মিনিট ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় প্রশাসনের তরফে।



 


Education Loan Information:

Calculate Education Loan EMI