করুণাময় সিংহ, মালদা: মা আসছেন। কিন্তু তাঁর কাছে মণ্ডপে পৌঁছবেন কী করে! এই চিন্তাই তাড়া করে বেড়াচ্ছে মালদার চাঁচলের বাসিন্দাদের। কারণ, খানা-খন্দে ভরা রাস্তা বেহাল। প্রতি পদে দুর্ঘটনার আশঙ্কা। প্রশাসনের দাবি, রাস্তার কাজ শুরু হয়েছে। শুরু হয়েছে শাসক-বিরোধী তরজা।


বছর শেষে সন্তান-সন্ততি নিয়ে লম্বা পথ পাড়ি দিয়ে বাপের বাড়িতে আসছেন উমা...। চলছে তারই প্রস্তুতি...।  কৈলাস থেকে মর্ত্যে এসে মণ্ডপে উমা পৌঁছে গেলেও দেবীর কাছে পৌঁছনো নিয়ে সংশয়ে মালদার চাঁচলের বাসিন্দারা। কারণ, বেহাল রাস্তা। দু’হাত অন্তর খানা-খন্দ । চাঁচল থেকে তুলসিহাটা, তুলসিহাটা থেকে কুশিদার পাশাপাশি তরলতলা, কলেজ মোড়ের রাস্তার অবস্থা ভয়াবহ। মরণফাঁদ এড়িয়ে প্রাণ হাতে পথচলা । 


এই এলাকায় ছোট-বড় মিলিয়ে অন্তত ১৫টি পুজো হয় । পুজোর আগে রাস্তা সারাই না হওয়ায় ক্ষুব্ধ এলাকার বাসিন্দারা । 


চাঁচলের বাসিন্দা আদর্শ রাম জানিয়েছেন, রাস্তার যা অবস্থা, বাড়ি থেকে বের হওয়া যাবে মনে হয় না । করোনা আবহে বাড়িতে বসে থাকাই ভাল । পুজো উদ্যোক্তা শুভময় সাটিয়ার কথায়, রাস্তার বেহাল অবস্থা, পুজোর আগে রাস্তা সারানোর দাবি জানিয়েছিলাম ।


বেহাল পথ নিয়ে শুরু হয়েছে শাসক-বিরোধী চাপানউতোর । মালদা  বিজেপি জেলা সভাপতি গোবিন্দচন্দ্র মণ্ডল জানিয়েছেন, শাসকদলের উদাসীনতাতেই রাস্তার এই বেহাল দশা ।


চাঁচল তৃণমূল বিধায়ক নীহাররঞ্জন ঘোষের কথায়, রাস্তা সংস্কারের জন্য চার কোটি টাকা বরাদ্দ হয়েছে। পুজোর আগেই সংস্কারের কাজ শেষ হবে। প্রশাসনের দাবি , রাস্তা সারানোর কাজ শুরু হয়েছে। সোমবার ষষ্ঠী। দেবীর বোধন। এলাকার বাসিন্দাদের একটাই প্রার্থনা, দুর্ভোগ দূর করুন দুর্গতিনাশিনী। 


আরও পড়ুন: West Burdwan:দুর্গাপুরে পুলিশ সেজে প্রতারণা, চোখের নিমেষে গয়না বদলে পাথর ধরিয়ে চম্পট দুষ্কৃতীদের


আরও পড়ুন: Vegetable Price Hike: উৎসবের মরশুমে অগ্নিমূল্য বাজার, সবজির দামে আগুন