(Source: ECI/ABP News/ABP Majha)
Malda News : পরপর ডাকাতি, সোনার দোকান লুটের পর এবার মালদায় স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি ছিনতাই !
Malda News : মঙ্গলবার দোকান বন্ধ করে ফেরার সময় স্বর্ণ ব্যবসায়ীর উপরে হামলা হয়। হয়ত খবর ছিল আগেভাগেই। তাই টার্গেট করা হয়েছিল তাঁকে।
করুণাময় সিংহ, মালদা : মালদায় পরপর ডাকাতি। সোমবার রাত দেড়টা নাগাদ হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির পর এবার স্বর্ণ ব্যবসায়ীর গাড়ি ছিনতাই হল। বাংলা-বিহার সীমানাবর্তী এলাকা দিয়ে যাচ্ছিল গাড়িটি। সেখানেই টার্গেট করে দুষ্কৃতীরা।
মঙ্গলবার দোকান বন্ধ করে ফেরার সময় স্বর্ণ ব্যবসায়ীর উপরে হামলা হয়। হয়ত খবর ছিল আগেভাগেই। তাই টার্গেট করা হয়েছিল তাঁকে। মালদার হবিবপুরের পর হরিশ্চন্দ্রপুরে টার্গেট স্বর্ণ ব্যবসায়ী।
বাংলা বিহার সীমান্তবর্তী এলাকা থেকে স্বর্ণকারের গাড়ি আটকে ছিনতাই করে একদল দুষ্কৃতী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সন্ধেয় । মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত কুশীদা গ্রাম পঞ্চায়েতের তেটুলচক - বিঝট এর মধ্যবর্তী এলাকার। স্থানীয় সূত্রে জানা যায়, স্বর্ণকার কোমল ঠাকুর সন্ধে সাতটা নাগাদ তেটুলচকে সোনার দোকান থেকে বাড়ি ফিরছিল। সেই সময় তেটুলচক - বিঝট এর মধ্যবর্তী এলাকাই হঠাৎ একদল দুষ্কৃতী আক্রমণ করে। জোর করে ক্যাশ ও কিছু সামগ্রী ছিনিয়ে নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। ঘটনাস্থলে উপস্থিত হয় হরিশ্চন্দ্রপুর থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্ত শুরু করেছে পুলিশ।
'লকেট চট্টোপাধ্য়ায়কে চাপিয়ে দেওয়া চলবে না', পোস্টার দিলেন 'BJP কর্মী'রাই
এর আগে সোমবার হবিবপুরে ( Habibpur ) সোনার দোকানে ডাকাতির (Gold Shop Dacoity ) ঘটনায় আতঙ্ক ছড়ায়। অভিযোগ, সোমবার রাত দেড়টা নাগাদ হবিবপুরের বুলবুলচণ্ডী বাজারে অরুণা মার্কেটে হানা দেয় ৬-৭ জনের সশস্ত্র ডাকাতদল। তারপর ঘটে হাড়হিম করা ডাকাতির ঘটনা।বাজারের এক বস্ত্র ব্যবসায়ী সেই সময় তাঁর দোকানে ছিলেন। অভিযোগ, তাঁর মুখ-হাত বেঁধে রাখা হয়। এরপর তাঁকে খুনের হুমকি ( Death Threat ) দেওয়া হয়। এরপর সোনার দোকানের শাটারের তালা ভেঙে ফেলা হয়। ভিতরে ঢুকে লুঠপাট চালায় ডাকাতরা। আতঙ্ক ছড়াতে ডাকাতদল বোমা ছুড়তে ছুড়তে পালায় বলে অভিযোগ।
মালদায় একের পর এক ডাকাতির ঘটনা ঘটেই চলেছে। চাঁচলে সোনার দোকানে ভয়াবহ ডাকাতির রেশ কাটার আগেই জানুয়ারিতে কালিয়াচকে বেসরকারি আবাসিক স্কুলের কর্ণধার মহম্মদ উজির হোসেনের বাড়িতে হানা দেয় ডাকাতরা। জানলার গ্রিল কেটে ভিতরে ঢুকে আগ্নেয়াস্ত্র দেখিয়ে, ১০ ভরি সোনা ও নগদ দেড়লক্ষ টাকা নিয়ে চম্পট দেয় ৭ জনের ডাকাতদল।
আরও পড়ুন :