Malda News:অজ্ঞাত পরিচয় মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার মালদায়
Woman's Body Found:অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার মালদার হরিশ্চন্দ্রপুরে। পুলিশের দাবি, মহিলার দেহ ক্ষতবিক্ষত। তাঁর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা।
করুণাময় সিংহ, মালদা: অজ্ঞাত পরিচয় মহিলার দেহ উদ্ধার মালদার হরিশ্চন্দ্রপুরে (Malda News)। পুলিশের দাবি, মহিলার দেহ ক্ষতবিক্ষত। তাঁর মুখ অ্যাসিড দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান স্থানীয়রা (Mutilated Body Of A Woman)।
কী জানা গেল?
রবিবার সকালের ঘটনা। ঘটনাস্থলে পৌঁছেছে পুলিশ। প্রাথমিক ভাবে, ওই মহিলাকে খুনের কথাই শোনা যাচ্ছে। যদি তিনি খুন হয়ে থাকেন, তা হলে কে বা কারা তাঁরা নেপথ্যে সেটা জানার চেষ্টা করছেন তদন্তকারীরা। ঘটনাস্থল থেকে একটি ধারাল অস্ত্র উদ্ধার হয়েছে, মিলেছে একটি চাবিও। এই ধরনের ঘটনায় স্বাভাবিক ভাবেই হইচই শুরু হয়েছে এলাকায়। পাশাপাশি মহিলার পরিচয় জানারও চেষ্টা চলছে।
আর যা...
সেপ্টেম্বর মাসে উত্তর ২৪ পরগনার রামনগর থেকে এক বধূর পচাগলা দেহ উদ্ধার ঘিরে আলোড়ন পড়ে যায়। পুলিশ সূত্রে জানা যায়, নিহত ওই বধূর নাম সুপ্রিয়া ঘোষ, বয়স ২৯। আদতে তিনি শ্যামনগরের বাসিন্দা। অভিযোগ, কাজ দেওয়ার নামে তাঁকে নিয়ে দিঘায় গিয়েছিল বরানগরের এক যুবক। সুপ্রিয়ার সঙ্গে ওই যুবকের বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে, সন্দেহ যুবকের বান্ধবীর। আর সেই সন্দেহের বশে হোটেলের ঘরে গলা টিপে খুন করা হয় শ্যামনগরের সুপ্রিয়াকে, এমনই প্রাথমিক ভাবে জানে পুলিশ। খুন করে দেহ নিয়ে গিয়ে ফেলা হয় রামনগর স্টেশনের কাছে। দেহ লোপাটের পর দিঘার হোটেলে ফিরে আসে ওই যুবক ও তাঁর বান্ধবী। পরে দিঘার হোটেল থেকেই গ্রেফতার করা হয় ওই যুবক ও তাঁর বান্ধবীকে। অভিযুক্ত দীপশেখর বসু ও তাঁর লিভ-ইন পার্টনার সুস্মিতা রায়কে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে পুলিশ। সেখানেই গোটা ঘটনা সামনে আসে বলে জানাচ্ছে পুলিশ। বধূর স্বামীর অভিযোগ, কাজ দেওয়ার জন্য এক যুবক তাঁর স্ত্রীকে দেখা করতে বলেছিল অকল্যান্ড জুটমিলের কাছে। সেখানে গেলে ওই মহিলাকে জানানো হয় ম্যানেজার আসেননি। যারপর ওই মহিলাকে প্রথমে ফিরে যাওয়ার কথা বললেও অভিযুক্ত যুবক পরে তাঁকে কাজের সূত্রে প্রয়োজনে দিঘা যাওয়ার কথা বলেন বলেই অভিযোগ। স্ত্রীয়ের দিঘা যাওয়ার কথা ও ও'দিন থেকে তাঁকে ফোনে না পেয়ে পরের দিন থেকে পুলিশে অভিযোগ জানান বধূর স্ত্রী। যার দিন দুই পরে রামনগর স্টেশনের পাশে জঙ্গল থেকে উদ্ধার হয় ওই মহিলার দেহ।
আরও পড়ুন:এসি বন্ধ থাকায় বচসা! অ্যাপ ক্যাবে মহিলা আইনজীবীর শ্লীলতাহানির অভিযোগ