পূর্ব মেদিনীপুর: বছর পেরোলেই লোকসভা নির্বাচন। তার আগেই শালবনির সভা থেকে দিল্লিতে বদলের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আর তো ৬ মাস, তার আগেও হতে পারে, কোনও মিরাকেল হতে পারে।' প্রধানমন্ত্রী বদলের ডাক দিয়েছেন অভিষেকও। যদিও চুপ নেই শুভেন্দুও।


'..কোনও মিরাকেল হতে পারে'


প্রসঙ্গত, 'ডিসেম্বর ডেডলাইন' নিয়ে গতবছর বড়বার্তা দিয়েছিলেন, রাজ্য বিজেপির শীর্ষ নের্তৃত্ব। রাজ্যের সরকার পড়ে যেতে পারে, বলে গতবছর ডিসেম্বরকেই ডেডলাইন হিসেবে হুঁশিয়ারি দিয়েছিলেন রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। যদিও তৃতীয়বারের মমতার সরকার অটুট থেকেই এখন পাল্টা দিল্লির মসনদ দখলে হুঁশিয়ারি দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।


'ডিসেম্বর ডেডলাইন'


দেখতে দেখতে আরও একটা ডিসেম্বর আসতে চলেছে। আর বছর পার হলেই ২০২৪, লোকসভা নির্বাচন। আর এদিন শালবনিতে মমতা ও অভিষেক দুজনেই দিলেন হুঁশিয়ারি। দিন চারেক আগেই বলেছিলেন মিরাকেলের কথা।আর, শনিবার শালবনির সভা থেকে ফের দিল্লিতে পরিবর্তনের ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর দলনেত্রীর সুরে, নোট বদলের প্রসঙ্গ তুলে মোদিকে হঠানোর কথা বললেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। 


NRC


শালবনিতে বক্তব্য রাখার মাঝে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ও মানিকচকের সভা থেকে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বক্তব্যে উঠে এল এনআরসি প্রসঙ্গ। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে শালবনিতে তৃণমূলের নবজোয়ার যাত্রায় যোগ দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে বক্তব্য রাখার মাঝে কেন্দ্রের বিজেপি সরকারকে কড়া ভাষায় আক্রমণ শানান তিনি। যেখানে তৃণমূল নেত্রীর কথায় উঠে আসে NRC প্রসঙ্গও।



আরও পড়ুন, জানেন কি রান্নাঘরের এই মশলা জীবন বদলে দিতে পারে ?


'ভয় দেখিয়ে ক্ষমতায়'


সম্প্রতি গতমাসেই শুভেন্দু বলেছিলেন, 'একটা বিশেষ সম্প্রদায়কে তৃণমূল কংগ্রেস, ভোটব্যাঙ্ক হিসাবে ব্যবহার করে। মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) ভাল করে জানেন, এই সম্প্রদায়ের জন্য শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, অর্থনৈতিক ও সামাজিক উন্নয়ন তিনি করতে পারেননি। তাই ২০২১ সালে এনআরসি-র (NRC) মিথ্যে ভয় দেখিয়ে তাঁদের ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় এসেছেন। সাগরদিঘি নির্বাচন-উপনির্বাচনের পরে তিনি বুঝেছেন, যে পশ্চিম বাংলায়, সংখ্যাগুরু- সংখ্যালঘু শুধু নয়, প্রত্যেকটা সচেতন নাগরিক মমতা বন্দ্য়োপাধ্যায়কে হারাতে চান। স্বাভাবিকভাবে এই আতঙ্ক থেকে মমতা বন্দ্যোপাধ্যায়, তার যে লোকাল নেতা কিছু আছে, তাঁদেরকে দিয়ে, এই জিনিসটা করাচ্ছেন।'