Primary TET Notification: মানিকের গ্রেফতারির দিনই প্রাথমিকে নিয়োগের ঘোষণা, শূন্যপদের তথ্য প্রকাশ
TET News: কত শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে তা জানান হল পর্ষদের তরফে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির।
কৃষ্ণেন্দু অধিকারী, কলকাতা: মানিক ভট্টাচার্যের (Manik Bhattacharya) গ্রেফতারির দিনই প্রাথমিকে নিয়োগের ঘোষণা। ডিসেম্বরের মধ্যে রাজ্যে নতুন করে প্রাথমিকে টেট (TET) নেওয়ার কথা আগেই জানিয়েছিল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার কত শূন্যপদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে তা জানান হল পর্ষদের তরফে। আন্দোলনকারীদের উদ্দেশ্যে ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন সভাপতির।
কী জানান হল?
- ‘চলতি বছর ১১ হাজার শূন্য পদে প্রাথমিক শিক্ষক নিয়োগ হবে’
- ‘পরবর্তী দু’বছরে টেট উত্তীর্ণ প্রশিক্ষিতদের প্রত্যেকের নিয়োগ’
- ‘২০১৪ এবং ২০১৭-র টেট উত্তীর্ণদের নিয়োগের আবেদন ২১ অক্টোবর থেকে’
- ‘৪০ বছরের মধ্যে বয়স থাকলে আবেদন করতে পারবেন প্রার্থীরা’
আরও পড়ুন, ‘মানিকের ছেলের অ্যাকাউন্টে ২ কোটি ৬৪ লক্ষ টাকার হদিশ’, আদালতে দাবি ইডি-র আইনজীবীর
এর আগে প্রাথমিক শিক্ষা পর্ষদের দফতরে অ্যাডহক কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়, চলতি বছর ডিসেম্বর মাসের মধ্যে হবে প্রাথমিকে টেট। তৃণমূল আমলে এর আগে তিনবার টেট হয়। ২০১২, ২০১৪, ২০১৭ সালে টেট পরীক্ষা নেয় পর্ষদ। এই টেট পরীক্ষাকে কেন্দ্র করে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে।
এই আবহে নতুন করে টেট পরীক্ষা নেওয়ার তৎপরতা শুরু হয়েছে। এর আগে সুপ্রিম কোর্ট নির্দেশ দেয়, টেট নিতে হবে সেপ্টেম্বর মাসের মধ্যে। কিন্তু সেই নির্দেশ পালন করতে পর্ষদ পারছে না, সেটা জানিয়ে দেওয়া হবে সুপ্রিম কোর্টকে। পরীক্ষা কবে নেওয়া যায়, তা চূড়ান্ত করতে পুজোর আগেই মন্ত্রীর সঙ্গে বৈঠক করবেন পর্ষদ সভাপতি।
আশ্বাস দেওয়া হয়েছিল এবার থেকে প্রতি বছর টেট হবে। টেটে ফর্ম পূরণ করতে পারবেন চাকরির দাবিতে আন্দোলনকারীরাও। এই পরীক্ষাটি এনসিটিই-র নির্দেশিকার সঙ্গে সাযুজ্য রেখেই আয়োজন করা হবে। পরীক্ষাটির মাধ্যমে সরকারি, সরকারের সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতে প্রাথমিকে শিক্ষক নিয়োগ করা হয়।