মনোজ বন্দ্যোপাধ্যায়, অন্ডাল: কর্মরত অবস্থায় খনি গর্ভে কাজ করতে গিয়ে চোখ হারিয়েছিলেন একজন শ্রমিক। এর জন্য কাজও হারাতে হয় তাঁকে। চোখ হারানোর পর মিলেছিল ক্ষতিপূরণের আশ্বাস। কিন্তু, আজ আট বছর হয়ে গেলেও ক্ষতিপূরণের একটা টাকাও পাননি তিনি।


আরও পড়ুন: Bankura News: মানবতার পাঠ, নিঃস্বার্থভাবে জনকল্যাণের কাজে পড়ুয়াদের উৎসাহিত করতে নয়া উদ্যোগ বাঁকুড়ার স্কুলে


এর প্রতিবাদ জানিয়ে শুক্রবার দৃষ্টিশক্তি হারানো ওই শ্রমিককে নিয়ে খনির উৎপাদন ও পরিবহন বন্ধ করে দিয়ে তুমুল বিক্ষোভ দেখালো খনি শ্রমিক ইউনিয়নগুলি। বিষয়টিকে কেন্দ্র করে দুর্গাপুরের (Durga pur) অন্ডালের ((Andal News)) খাস কাজোড়া কোলিয়ারির ১০ নম্বর পিটে ব্যাপক উত্তেজনা ছড়াল। 


স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৬ সালে খনির ভেতরে কর্মরত অবস্থায় থাকাকালীন আচমকা ঘটা দুর্ঘটনায় দুটি চোখই নস্ট হয়ে যায় অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারি  ১o নম্বর পিটের খনি কর্মী ভীমলাল মাহাতোর। দুটি চোখ নষ্ট হয়ে যাওয়াতে কাজও হারান ভীমলাল বাবু। ইসিএল কর্তৃপক্ষ সেই সময় প্রতিশ্রুতি দিয়ে ছিল।  ক্ষতিপূরণ দেওয়া ববে যাতে করে পরিবারটি বেঁচে যায়।


আরও পড়ুন:  Junior Doctors Protest: ঘড়ি হাতে নিয়ে সাংবাদিক সম্মেলন করলেন জুনিয়র ডাক্তাররা, কেন ঘড়ি ? কী জানালেন তাঁরা


কিন্তু, সেই ক্ষতিপূরণ আজও মেলেনি। অগত্যা সবকটি শ্রমিক সংগঠন এক হয়ে আজ দুর্গাপুরের অন্ডালের খাস কাজোড়া কোলিয়ারির ১০ নম্বর পিটে খনির উৎপাদন ও পরিবহন বন্ধ করে দিয়ে তুমুল বিক্ষোভ শুরু করে দেয়। 
দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত ওই শ্রমিককে ও তাঁর পরিবারকেও এই আন্দোলনে সামিল করা হয়। 


অভিযোগ, যখন নতুন নিয়োগ হচ্ছে তখন ন্যায্য দাবি থেকে কেন বঞ্চিত হবেন দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত এই শ্রমিক। যতক্ষণ না দাবি মিটছে ততক্ষণ আন্দোলন জারি রাখার সিদ্ধান্ত নিয়েছে আন্দোলনরত শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব। বিষয়টি ইসিএল কর্তৃপক্ষ ফের দেখার আশ্বাস দিয়েছে। কিন্তু বছর আট হয়ে গেলেও যখন মেলেনি ক্ষতিপূরণ, তখন ইসিএল কর্তৃপক্ষর ফের নতুন আশ্বাসে আর ভরসা রাখতে পারছেন না কেউ।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: RG Kar News: 'ন্যূনতম ৪ জনের কমে সম্ভব নয়, ভয়ঙ্কর ছবি দেখেছি', 'ঘণ্টাখানেক সঙ্গে সুমন' অনুষ্ঠানে বিস্ফোরক RG Kar-এর মেডিক্যাল অফিসার