Nadia News: এভারেস্ট ছুঁয়ে এসে গেল প্রাণ, বাঙালি পর্বতারোহীর মৃত্যুতে শোকের ছায়া নদিয়ায়
Nadia News Update: বাঙালির পর্বতারোহণে ফের দুঃসংবাদ। এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হল রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের।

সুজিত মণ্ডল, নদিয়া: স্বপ্ন সত্যি করে ফের হল না ঘরে। বাঙালি পর্বতারোহীর মৃত্যুতে ফের শোকের ছায়া। এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হল রানাঘাটের (Nadia News) বাসিন্দা সুব্রত ঘোষের। ক্লান্তি এবং অক্সিজেন শেষ হয়ে আসা, সুব্রতর মৃত্যুর নেপথ্যে মূলত এই দুটি কারণই উঠে আসছে।
বাঙালি পর্বতারোহীর মৃত্যু: স্বপ্ন ছিল এভারেস্ট-শিখরে দাঁড়িয়ে দেশের জাতীয় পতাকা ওড়ানোর। সে স্বপ্ন বাস্তবে পরিণত হয়েছিল বটে, কিন্তু বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গজয়ের পরই হল যবনিকা পতন। এভারেস্ট ছোঁয়া হল। কিন্তু বেঁচে ফেরা হল না। বাঙালির পর্বতারোহণে ফের দুঃসংবাদ। এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যু হল রানাঘাটের বাসিন্দা সুব্রত ঘোষের। কাঠমাণ্ডুর স্নোয়ি হরাইজন ট্রেকস অ্যান্ড এক্সপার্টাইজেশন প্রাইভেট লিমিটেড নামের যে সংস্থার সাহায্যে সুব্রত বরফের সাম্রাজ্যে পাড়ি দিয়েছিলেন। সেই সংস্থা সূত্রে খবর, হিলারি স্টেপস আর সাউথ সামিটের মাঝে ৪৫ বছরের সুব্রত ঘোষের দেহ চিহ্নিত করা গেছে। কিন্তু অত্যন্ত দুর্গম এলাকা হওয়ায়, মৃতদেহ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
রানাঘাটের মাঠের পাড়ার বাসিন্দা সুব্রত ঘোষ। উত্তর ২৪ পরগনার বাগদার কাপাসাটি মিলনবিথী হাই স্কুলে শিক্ষকতা করতেন তিনি। এভারেস্ট ছোঁয়ার স্বপ্ন নিয়ে গত ৩১ মার্চ রানাঘাটের বাড়ি থেকে বেরিয়েছিলেন। গতকাল দুপুর ২টো নাগাদ বিশ্বের সর্বোচ্চ শৃঙ্গ স্পর্শ করেন সুব্রত। সামিট শেষে নামার পথেই ঘটে যায় বিপদ। ক্লান্তি এবং অক্সিজেন শেষ হয়ে আসা, সুব্রতর মৃত্যুর নেপথ্যে মূলত এই দুটি কারণই উঠে আসছে। সুব্রত ঘোষকে যিনি সামিটে গাইড করেছিলেন, সেই পূর্বাওম্বি শেরপারও শরীর খারাপ হয়ে যায়। তিনি সাউথ কলের ক্যাম্প থ্রিতে নেমে চলে আসেন। ফলে ফেরার সময় কার্যত অভিভাবকহীন হয়ে পড়েন সুব্রত ঘোষ।
এদিকে চন্দননগরের গর্ব পিয়ালি বসাক ফের বেরিয়েছেন পর্বতাভিযানে। এপ্রিল মাসে তিনি পর্বত অভিযানে গিয়েছেন পিয়ালি। চন্দননগরের পরিবেশ আকাদেমি থেকে যাঁর নামকরণ করা হয়েছে 'হিমালয় কন্যা'। পরিবেশ আকাদেমির পক্ষ থেকে প্রকাশিত 'হিমালয়' নামক একটি বইও তিনি গত বছর জুন মাসে উদ্বোধন করেছিলেন। পরিবেশ আকাদেমি পিয়ালে বসাককে তাদের 'ব্র্যান্ড অ্যাম্বাসেডর' হিসেবে ঘোষণা করেছে। কারণ তিনি পৃথিবীর যেখানেই পর্বতাভিযানে যান, সেখানেই পরিবেশ সংরক্ষণের বার্তা দেন। নতুন অভিযানে পিয়ালি গিয়েছেন শিশাপাংমা শৃঙ্গ অভিযানে। পৃথিবীর চতুর্দশ উচ্চতম শৃঙ্গ শিশাপাংমা। উচ্চতা ২৬,৩০০ ফুট। এর উত্তর দিকে তিব্বত।






















