রানা দাস, কাটোয়া: যত দিন যাচ্ছে ততই যেন মানুষের মধ্যে থাকা পাশবিক মনোবৃত্তি বেরিয়ে আসছে প্রকাশ্যে। পশ্চিমবঙ্গ সহ গোটা দেশ যার সাক্ষী হচ্ছে প্রতিদিন। RG কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা তারই জ্বলন্ত এক উদাহরণ। তারপর থেকে একে একে স্কুলছাত্রীকে যৌন নির্যাতন ও শ্লীলতাহানির ঘটনা ঘটেছে হরিপাল ও কুলতলিতে। এবার সাড়ে চার বছরের শিশুকে যৌন নিগ্রহের অভিযোগ উঠল প্রতিবেশীর বিরুদ্ধে। পাশবিক এই ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমনের কাটোয়ায় (Katwa minor Molestation)। বর্তমানে অসুস্থ ওই শিশুকন্যা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার প্রতিবেশীর বাড়িতে ভুট্টা কিনতে গেছিল সাড়ে চার বছরের ওই শিশুকন্যা। অভিযোগ, সেই সময়ে তাকে যৌন নিগ্রহ করে প্রতিবেশী। এদিকে দীর্ঘক্ষণ কেটে যাওয়ার পরেও এই শিশুকন্যা বাড়ি না ফেরায় শুরু হয় পরিবারের তরফে শুরু হয় খোঁজখবর। এরপরই তাকে যৌন নিগ্রহের বিষয়টি জানাজানি হয়। সম্পূর্ণ ঘটনা জানার পর কাটোয়া থানায় অভিযোগ দায়ের করে শিশুটির পরিবার। পরিস্থিতি জটিল হচ্ছে বুঝতে পেরে পালানোর সময় শনিবার ভোরে কাটোয়া থেকেই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে আজ কাটোয়া মহকুমা আদালতে তোলা হলে, তার পক্ষে কোনও আইনজীবী দাঁড়াবেন না বলে সিদ্ধান্ত নিয়েছে কাটোয়া বার অ্যাসোসিয়েশন। ফলে অভিযুক্তকে পুলিশি হেফাজতে পাঠানোর নির্দেশ দেয় বিচারক।
আরও পড়ুন: Haripal News: RG কর কাণ্ডের আবহে উদ্ধার অর্ধনগ্ন নাবালিকা, উত্তেজনা হরিপালে
সূত্রের খবর, ছোট্ট ওই শিশু কন্যা অনেকক্ষণ ধরে বাড়ি ফিরছে না দেখে তার দাদু ওই প্রতিবেশীর বাড়িতে যান। সেখানে গিয়ে দেখেন, তাঁর নাতনি রক্তাক্ত অবস্থায় কাঁদছে ও বমি করছে। সঙ্গে সঙ্গে অসুস্থ নাতনিকে প্রতিবেশীর বাড়ি থেকে নিজেদের বাড়িতে আসেন তিনি। এদিকে মেয়ে ক্রমশ অসুস্থ হয়ে পড়ায় পরিবারের লোকজন তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানকার চিকিৎসকরা মেয়েটিকে পরীক্ষা করে তাকে যৌন নিগ্রহ করা হয়েছে তা বুঝতে পারেন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Kultali Molestation: কুলতলিতে স্কুলছাত্রীর শ্লীলতাহানির অভিযোগ, ধৃত টোটো চালক সহ ২