সমীরণ পাল, মধ্যমগ্রাম: সোনার দোকানে ঢুকে অভিনব কায়দায় হাতসাফাই। একই দোকানে দ্বিতীয়বার সোনা লুঠ করতে গিয়ে পুলিশের জালে এক দুষ্কৃতী।


কয়েকদিন ধরেই ব্যারাকপুর, টিটাগড়, খড়দা, মধ্যমগ্রাম, বারাসাতে সক্রিয় সোনাচুরি চক্র। অভিযোগ, হেলমেট পরে সোনার দোকানে ঢুকে মালিক ও কর্মীদের অন্যমনস্কতার সুযোগে সোনা হাতিয়ে চম্পট দিত এই চক্রের সদস্যরা। গতকাল মধ্যমগ্রামের শ্রীনগর কদমতলা এলাকার একটি দোকানে ঢোকে হেলমেট পরা এক যুবক। তাকে চিনতে পেরে ধরে ফেলেন দোকানের মালিক। খবর জানাজানি হতেই ছুটে আসেন অন্য স্বর্ণ ব্যবসায়ীরা।


সিসি ক্যামেরার ফুটেজ দেখে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ। এই চক্রে আর কারা জড়িত খতিয়ে দেখা হচ্ছে। 


ব্যারাকপুর থেকে গঙ্গানগর, বারাসাত, সর্বত্র দু-তিন জনের একটি দল দাপিয়ে বেড়াচ্ছে। সোনার দোকানে ঢুকে মালিককে অন্যমনস্ক করে সোনা হাতিয়ে নিচ্ছে তারা। মঙ্গলবার বিকেলে শ্রীনগরের কদমতলা এলাকায় এক সোনার দোকানে এভাবেই চুরি করতে এসেছিল ওই দুষ্কৃতী। তাকে বাইক সমেত হাতেনাতে পাকড়াও করেন সোনার দোকানের মালিক। খবর দেওয়া হয় মধ্যমগ্রাম থানায়। রাহান আলি নামে ব্যারাকপুরের এক দুষ্কৃতীকে বাইক সমেত গ্রেফতার করে মধ্যমগ্রাম থানার পুলিশ।


এই ঘটনার খবর পেয়ে যে সমস্ত দোকানে এই ধরনের হামলা হয়েছে, সেই দোকানদাররা হাজির হন মধ্যমগ্রাম থানায়। ব্যারাকপুর, খড়দা, টিটাগড়, মধ্যমগ্রাম, বারাসাত, হৃদয়পুরে এই চক্রটি একই কায়দায় সোনার দোকানে চুরি করেছিল বলে দাবি স্বর্ণ ব্যবসায়ীদের। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা ইতিমধ্যেই তাঁদের দোকানে চুরির ঘটনার সিসিটিভি ফুটেজ পুলিশকে জমা দিয়েছেন।


পুলিশ জানিয়েছে, এই দলে একজন পুরুষ এবং আরও একজন মহিলা আছেন। তাদের খোঁজ চালানো হচ্ছে। দোকানে ঢুকে সোনার গয়না দেখার অছিলায় দোকানদারকে অন্যমনস্ক করে লুটপাট চালাত  দুষ্কৃতীরা। জেলাজুড়ে সক্রিয় এই চক্রটি। এর আগে মধ্যমগ্রামের শ্রীনগর কদমতলার সোনার দোকানে চুরি করে যায় ধৃত দুষ্কৃতী। ফের গতকাল চুরি করতে গেলে হাতেনাতে পাকড়াও করা হয় তাকে।


আরও পড়ুন ২৮ সেকেন্ডে অবলীলায় ৫২টি নাচের মুদ্রা, রেকর্ড গড়ল ৫ বছরের খুদে


এক শিক্ষক সংগঠনের ২ জন সভাপতি, প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, ক্ষুব্ধ সৌগত