Gaighata News: জবর দখল হওয়া ভেড়ি কাটার নির্দেশ উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতির
North 24 Pargana News: যমুনা নদীতে জায়গা দখল করে মাছের ভেড়ি তৈরির জন্য গাইঘাটার বিভিন্ন জায়গা প্লাবিত হয়েছে । তাই ওই জেলা প্রশাসনকে ওই মাছের ভেড়িগুলি কেটে দেওয়ার নির্দেশ দিলেন নারায়ণ গোস্বামী।
সমীরণ পাল, গাইঘাটা: যমুনা নদীর মধ্যে জবরদখল করা মাছের ভেড়ি কেটে দেওয়ার নির্দেশ দিলেন উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি নারায়ণ গোস্বামী (North 24 Parganas Zila Parished President Narayan Goswami)। অবিলম্বে এই বিষয়ে তিনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসনকে।
বুধবার উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের সভাধিপতি ও তৃণমূল কংগ্রেস নেতা নারায়ণ গোস্বামী গাইঘাটার জলমগ্ন এলাকা পরিদর্শন করে গাইঘাটা বিডিও অফিসে প্রশাসনিক কর্তাদের নিয়ে বৈঠক করেন। বিদ্যুৎ দফতরকে জলমগ্ন এলাকার বাসিন্দাদের জন্য তৈরি হওয়া ত্রাণশিবিরগুলিতে বিদ্যুতের ব্যবস্থা করবার জন্য নির্দেশ দেন।
পাশাপাশি ত্রাণ শিবিরগুলিতে প্রতিদিন দু-বেলা করে রান্না করা খাবার দেওয়ার জন্য বিডিও-কে নির্দেশ দেন। কৃষি ক্ষেত্রে কত জমি জলমগ্ন হয়ে পড়েছে সেই বিষয়ে কৃষি দফতরের আধিকারিককে সঠিকভাবে তথ্য জানানোর জন্য নির্দেশ দেন। সেই সঙ্গে এই বৈঠক থেকে যমুনা নদীতে জবরদখল করে যে সমস্ত মাছের ভেড়ি রয়েছে সেগুলোকে কেটে দেওয়ার জন্য নির্দেশ দিয়েছেন তিনি।
গাইঘাটাতে ১৫টি ত্রাণ শিবিরে ৭৫০ পরিবার রয়েছে বলে প্রশাসনিক বৈঠকের শেষে জানিয়েছেন নারায়ণ গোস্বামী। অন্যদিকে ইছামতি নদীর সংস্কার নিয়ে বনগাঁর বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরকে আক্রমণ করেছেন তিনি।
প্রসঙ্গত উল্লেখ্য, যুমনা নদীর মধ্যে জায়গা দখল করে অবৈধভাবে মাছের ভেড়ি তৈরি করেছে কিছু মানুষ। এর জেরে যুমনা নদীর জলে প্লাবিত হয়েছে গাইঘাটার বিস্তীর্ণ এলাকা। জলমগ্ন এলাকার মানুষের অভিযোগ, অবৈধ ভাবে তৈরি মাছের ভেড়ির জন্যই এই পরিস্থিতি হয়েছে তাঁদের। ওই মাছের ভেড়িগুলো না কাটলে সমস্যার সমাধান হবে না। সেই কথা জেলা পরিষদের সভাধিপতিকে বিস্তারিতভাবে জানানো হয়েছে। তারপরই ভেড়িগুলো কাটার নির্দেশ দিয়েছেন নারায়ণ গোস্বামী। তাঁর নির্দেশ অনুযায়ী কাজ হবে বলে আশ্বস্ত করেছে জেলা প্রশাসন।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।